সারাদেশ
মায়ের সঙ্গে নদীতে শাক ধুতে গিয়ে লাশ হলো শিশু
মায়ের সঙ্গে নড়াইলে লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর পানিতে শাক ধুতে গিয়ে ফাতেমা খানম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রানা শিকদারের মেয়ে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খানমের চাচা আব্দুল্লাহ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফাতেমা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে শাক ধুতে যায়। এ সময় তার মায়ের অগোচরে সে নদীর পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটি মারা গিয়েছিল।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২৫০ দিন আগে
অনশনরত এক কুয়েট শিক্ষার্থী অসুস্থ
২১ ঘণ্টা আমরণ অনশনে থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কুয়েটের এমটিই বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে সেবা দেন।
এ সময় তাকে মেডিকেল সেন্টারে ভর্তির অনুরোধ করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। আন্দোলনকারীদের অনুরোধে তার নাম প্রকাশ করা হয়নি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। তারা অনশন থেকে সরে আলোচনায় বসার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। এমনকি ফলের রস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার চেষ্টাও করেন।, তবে শিক্ষার্থীরা সাড়া দেননি।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
এর আগে সোমবার (২১ এপ্রিল) পূর্ব-ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩২ জন আমরণ অনশনে অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল (সোমবার) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা দুর্বার বাংলার সামনের সড়কে জড়ো হতে থাকেন।
বেলা ৩টায় সেখান জড়ো হওয়া দুই শতাধিক শিক্ষার্থী সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দার পূর্ব দিকে অবস্থান নেন। এরপর সেখানে বিভিন্ন বিভাগের ৩২ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে আমরণ অনশন শুরু করেন। বাকি শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের চারদিকে অবস্থান নিয়ে তাদের উৎসাহ দেন।
তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষক গতকাল সকাল থেকেই শিক্ষার্থীদের কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার প্রাণপণ চেষ্টা চালান। সকালে তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানান।
২৫০ দিন আগে
খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা
খুলনায় সুমন নামের এক যুবকেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। তিনি রকিব উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার গতিরোধ করেন। একপর্যায়ে সুমনের মুখে (থুতনির ডানপাশে) গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে। সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন।’
২৫০ দিন আগে
আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক: দুদু
ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ড. ইউনূসের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে যত দ্রুত সম্ভব সংস্কার করে তা অনুষ্ঠানের জন্য নিজেদের দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু।
মঙ্গলবার (২২ এপ্রিল) কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।’
বিএনপি নেতা বলেন, ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।
তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।
আরও পড়ুন: বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচনে বিলম্ব করছে সরকার, অভিযোগ দুদুর
প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।
কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।
বিকাল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৫১ দিন আগে
হেলিকপ্টার দিয়ে ছাত্রজনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেলিকপ্টার দিয়ে ছাত্রজনতার ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা।
মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
কর্মশালায় বিকাল ৪টায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ্যানি বলেন, খালেদা জিয়াকে জেলে বন্দী রেখে মেরে ফেলতে চেয়েছিলো আওয়ামীলীগ। তিনি অসুস্থ ছিলেন, অনেক অনুনয় বিনয় করেও তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করাতে পারি নাই।
বিএনপি নেতা বলেন, তারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। আর এই অবৈধ কাজে কালো টাকার লোভে সহায়তা করেছিল প্রশাসনের লোকজন।
তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ন্যূনতম যে সংস্কার করা দরকার ৩১ দফার মধ্যে সে কথা উল্লেখ রয়েছে। তবে এর আগে হাসিনা সরকারের খুনিদের বিচার হতে হবে। হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্রজনতার উপর গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। নির্বাচনের আগে এর বিচার দৃশ্যমান হতে হবে।
এ্যানি বলেন, নতজানু স্বভাবের কারণ আওয়ামী লীগ ১৫ বছরেও তিস্তার পানির ন্যায্য হিস্যা পায়নি। বাস্তবায়ন করতে পারেনি তিস্তা মহা পরিকল্পনা। তারেক রহমান ছাড়া এটি বাস্তবায়নও সম্ভব নয়।
তিনি বলেন, গত ১৫ বছর দেশের সকল খাতকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দেশের সকল শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষকে এই ৩১ দফার সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল আত্মসামাজিক প্রেক্ষাপটে দেশকে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং একজন আধুনিক বাংলাদেশের স্থপতি হিসাবে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলন এবং দেশকে ভবিষ্যতে উজ্জ্বল হবে ওই দৃষ্টিকোণ থেকেই শহীদ জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন। খুব অল্প সময় তিনি দেশের নেতৃত্ব দিয়েছিলেন।
এ্যানি বলেন, আমরা লড়াই সংগ্রাম করেছি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অত্যাচারিত ছিলাম এবং আমাদের পাশ থেকে অনেক ভাইকে হারিয়েছি।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মশালায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন, সাবেককেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল।
২৫১ দিন আগে
নাটোরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন
নাটোরের গুরুদাসপুরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাউব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০২২ সালের ৩০ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের মেহেদী হাসান একই গ্রামের নবম শ্রেণীতে পড়া তার প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: ব্যাংক বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ ৩ বছর বিচার কাজ চলার পর বিচারক আজ এ রায় দেন।
রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২৫১ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
কুমিল্লা নগরীর টমছম সেতু রামমালা বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইমন সরকার (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ এ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছম সেতুর দিকে যাচ্ছিল। পথে রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোর সঙ্গে ধাক্কা খেয়ে পিছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত হয়ে হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অপর ট্রাকের চালক-হেলপারের
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রতিদিন রাস্তার এই অংশটায় আশেপাশের দোকানদাররা রাস্তার উপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুক চালকরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, আজকে সেই অটো-মিশুকের জন্যই এতোবড় দুর্ঘটনা।
আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের ডাক দিয়েও আমরা তাদেরকে রাস্তার উপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদাররা দায়ী।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। নিহতের মৃতদেহ আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
২৫১ দিন আগে
কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা নিহতের অভিযোগ
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার ঝগড়ার সময় চুরিকাঘাতে মোকারিম (১৮) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমাবার (২১ এপ্রিল) রাতে সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত মোকারিম মিয়া (১৮) চৌগাংঙ্গা ইউনিয়নের ভিরার ভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে।
আরও পড়ুন: বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের ধাক্কায় জেলে নিহতের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাওরে মাছ ধরা নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে চাচা বাবুল মিয়া ও ভাতিজা মোকারিমের মাঝে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরির আঘাতে মোকারিম মিয়া আহত হন।
পরে, আহত মোকারিমকে স্বজনরা উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল রাত ১১টার দিকে ঘটনাস্থলে রওনা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, শুনেছি মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ায় চুরিকাঘাতে মোকারিম নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছাতে ফেরিতে রয়েছি। সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৫১ দিন আগে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসএসসি পরীক্ষার্থী, ধর্ষণ মামলা
চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) বিকালে ওই শিক্ষার্থী প্রেমিক মো. নাঈমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। সন্ধ্যার পর ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাত সাড়ে ৯টায় দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কথিত প্রেমিকের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
এদিকে ঘটনা প্রকাশের পর থেকেই প্রেমিক নাঈম পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে নাঈমের বাড়িতে হঠাৎ হইচই শুরু হলে তারা ছুটে আসে। পরে জানতে পারে, এসএসসি পরীক্ষার্থী প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। একপর্যায়ে উৎসুক জনতা ওই ছাত্রীকে ঘরের ভেতরে তুলে দেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ শিক্ষার্থীকে বুঝিয়ে বাড়িতে পাঠাতে চেষ্টা করলে সে বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। পরে শিক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে আলাপ-আলোচনা শেষে রাত ১২টা ১০ মিনিটের দিকে ভিকটিম নিজে বাদী হয়ে কথিত প্রেমিকের নামে ধর্ষণ মামলা করে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেওয়া মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ওই শিক্ষার্থী জানায়, তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। সে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত তিন বছর ধরে তার সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নাঈম যোগাযোগ বন্ধ করে দেয় এবং অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে সে সোমবার গণিত পরীক্ষার পর চুয়াডাঙ্গায় আসে এবং নাঈমের বাড়ির সামনে অনশন শুরু করে।
তিনি বলেন, ‘আমি শুধু আমার ন্যায্য অধিকার চাই। ওর সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। এখন সে অন্য মেয়েকে বিয়ে করছে, এটা মানা যায় না।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্তকে আটকে অভিযান চালাচ্ছি।
২৫১ দিন আগে
লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত ৩, রোগীর মৃত্যু
নাটোরের লালপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়ে অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এসময় এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী বাবা মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে লালপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোগী শিমুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মৃত ফয়জুর রহমানের ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে মধ্যরাতের আগুনে পুড়ল ১১ দোকান, আহত ১০
আহতরা হলেন, লালপুরের নুরুল্লাপুর গ্রামের মুসার ছেলে ফজলু, তার মেয়ে ফাতেমা ও সাইফুলের ছেলে শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৫১ দিন আগে