সারাদেশ
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এই দুর্ঘটনাদুটি ঘটে। এর মধ্যে ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর শিবনগরের রাজারামপুরের ডাঙ্গাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং এক আরোহী নিহত হয়েছেন।
নিহত চালক আব্দুল মোতালেব (২৭) দিনাজপুরের কাহারোল উপজেলার জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। আরোহী সাজু ইসলাম (৩৩) একই উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন
আব্দুল মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তারা মোটরসাইকেলে চড়ে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানান এসআই ফরিদুল ইসলাম।
তার আগে, গতকাল দিবাগত মধ্যরাতে একই মহাসড়কের নবাবগঞ্জের ভাদুরিয়ার বাজিতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে চালক আল-আমিন আলম নিহত হন।
এ ঘটনার ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনাস্থলে একটি সেতুর নির্মাণকাজের জন্য সড়কের একপাশ বন্ধ রয়েছে। অপর পাশের সংকীর্ণ জায়গা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থার মধ্যে একইপথমুখী দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় আরেকটি একটি ট্রাক। এতে চালক আল-আমিন আলম ঘটনাস্থলে নিহত হন।
আল-আমিন দিনাজপুরের পাবর্তীপুরের চণ্ডীপুর পাঠানপাড়ার হায়দার আলীর ছেলে।
১৯৫ দিন আগে
লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর বিলাসবহুল গাড়ি জব্দ, আটক ২
লালমনিরহাটে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে স্থানীয়রা। পরে গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার( ১৬ জুন) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের হয়। জানা গেছে, গাড়িতে ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের ঢাকার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহভাজন গাড়িটিকে ধাওয়া করেন।
গাড়িটি কাকিনা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে এলাকাবাসী সেটি আটক করে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালক ও সহযোগীকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতাসহ ১৫৯ জনের বিরুদ্ধে মামলা
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি জব্দ করা হয়েছে এবং দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৯৬ দিন আগে
পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৫ দোকান, ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা
পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রবিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যে, আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে দোকানগুলো পুরোপুরি ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন— সুভাষ ধুপি (৭৫) লন্ডি ও সেলুন দোকান, রফিকুল ইসলাম মোল্লা (৫৫) বসতঘরসহ মুদির দোকান, ইব্রাহিম সরদার (৬০) মুদিমাল ও চায়ের দোকান, জাকির সরদার (৬০) চায়ের দোকান। তাদের দোকানঘর, মালামাল, আসবাবপত্র—সবকিছুই পুড়ে গেছে।
স্থানীয়দের প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
আরও পড়ুন: শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বরগুনায় দুই বসতবাড়ি
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে পানি ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বাজারটিযা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নদী-বেষ্টিত একটি বিচ্ছিন্ন চরে অবস্থিত। এই এলাকায় কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের বাধার সম্মুখীন হন স্থানীয়রা।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. রফিক মোল্লা বলেন, ‘রাতের আঁধারে সব কিছু শেষ হয়ে গেল। দোকানের পুঁজি, মালামাল— সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পথে বসা ছাড়া উপায় নেই।’
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের প্রশাসনিক সহায়তা জরুরি প্রয়োজন।’
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্তরা লিখিতভাবে আবেদন করলে সরকারিভাবে তাদের সহায়তা দেওয়া হবে।
১৯৬ দিন আগে
রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৭
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত যাত্রী।
সোমবার (১৬ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
আরও পড়ুন: জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
নিহতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাছির উদ্দিন বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ডভ্যান রামু রশিদনগর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাসটি সড়ক থেকে খাদে পড়ে যায় এবং ক্যাভার্ডভ্যানটি সড়কের পাশে একটি গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ঘটনার পর বাস ও ক্যাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের কাজ চলছে।
১৯৬ দিন আগে
জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।
আহতরা হলেন— অটোরিকশা যাত্রী (আরোহী) শামীম হোসেন (৪৮), তার স্ত্রী মোছা. মিনু খাতুন (৪২), মাসুদ রানা (৪৯), মোছা. নাজনীন খাতুন (২১) ও তার মেয়ে নিহা খাতুন (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।
আরও পড়ুন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে যাত্রীবাহী অটোরিকশাটি খঞ্জনপুর থেকে ভাদসার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি ট্রাক দুর্গাদহ বাজার থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিল। এরপর খঞ্জনপুর মিশন মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টরসহ তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইদ্রিস আলী নিহত হন এবং অন্যরা আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর আহত শামীম হোসেন ও মিনু খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
১৯৬ দিন আগে
জাফলংয়ে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতাসহ ১৫৯ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে গতিরোধ ও বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ওবায়দুল্লাহ বাদি হয়ে মামলাটি করেছেন বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে কিছুটা সময় লেগেছে। ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান তিনি।
এ ছাড়া, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও অবরোধ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আজও সচিবালয়ে বিক্ষোভ, দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিল আন্দোলনকারীরা
তিনি আরও বলেন, ‘সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে মামলার প্রধান আসামি করা হয়েছে, দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও আজির উদ্দিন। এ ছাড়াও মামলায় আরও সাতজনের নাম উল্লেখ রয়েছে।’
গত শনিবার (১৪ জুন) জাহিদ খান ও আজিরের নেতৃত্বে জাফলংয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এতে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহরের গতিরোধ করা হয়। ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর এ মামলা দায়ের করে পুলিশ।
১৯৬ দিন আগে
শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন
শেরপুর সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলচালক মজনু মিয়া (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সাম্মি ডিলাক্স নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনার পর থেকে শেরপুর-ঢাকা মহাসড়ক চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তারা।
শেরপুর সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৯৭ দিন আগে
স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনে বিষপানে ছেলের মৃত্যু
স্ত্রীকে ফিরিয়ে আনতে বলায় মায়ের সামনে বিষপানে বাদল মল্লিক (৩৪) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বাদল মল্লিক গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া এলাকার পচা মল্লিকের ছেলে।
শনিবার (১৪ জুন) আনুমানিক রাত ১০টার দিকে বাদল মল্লিক বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
বাদল মল্লিকের মা ঘিনা খাতুন বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই মাস আগে বাদল তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তাকে বারবার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার সামনে বিষপান করে।’ তিনি আরও বলেন, ‘এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাদল মল্লিকের লাশ উদ্ধার করা হয়েছে।
১৯৭ দিন আগে
ঈদের ছুটি শেষে স্থলবন্দরগুলো দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় স্থলবন্দরগুলো দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দর এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য।
রবিবার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল, সোনামসজিদ ও হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। এতে এসব বন্দরে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য, শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যস্ততা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আজ (রবিবার) সকাল থেকে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্য-সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও বন্দরের শ্রমিকেরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় তা কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের লম্বা ছুটি থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য সময়ের মতোই স্বাভাবিক ছিল। তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো চাপ নেই বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদে বেনাপোল বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যান ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছুটি শেষে কর্মব্যস্ততার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরেও। সকাল থেকে সেখানেও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন।
১৯৭ দিন আগে
যশোরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিমের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম নিহত হয়েছেন। রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।
শনিবার (১৪ জুন) বিকাল দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল।
তার ছেলে খালিদ হাসান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমার চাচা ইব্রাহিম আমাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেয়। এতে বাধা দিলে চাচা ছুরি দিয়ে আমার বাবা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
‘তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের (বাবা) মৃত্যু হয়।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
১৯৭ দিন আগে