সারাদেশ
গরুর ঘাস খাওয়া নিয়ে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামে গরুকে খাওয়ানো নিয়ে এই ঘটনা ঘটে।
নিহত সামছুল হক (৫০) ঐ গ্রামের আকলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সামছুল ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় সামছুলকে কুপিয়ে আহত করেন ভাতিজা। স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
২৩৪ দিন আগে
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইদ্রিস আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
স্ত্রী সন্তানহীন ইদ্রিস আলী বোনের বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
২৩৪ দিন আগে
মুক্তিপণ না পেয়ে অপহৃত যুবককে হত্যা
ছয় লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে অপহৃত এক যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা।
বুধবার (৭ মে) রাত ১১টার দিকে নরসিংদী মডেল থানা পুলিশ নিহত শুভর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৪৫
শুভর পরিবারের সদস্যরা জানান, গত ৫ মে সকালে বাড়ির পাশ থেকে শুভকে অপহরণ করে। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যা করে নরসিংদী-মদনপুর সড়কের ৬ নম্বর সেতুর পাশে ফেলে রাখে। পরে লাশের সন্ধান জানালে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে মামলা দায়ের করা হবে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’
২৩৪ দিন আগে
সুনামগঞ্জে বজ্রপাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত
সুনামগঞ্জের ছাতকে হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বাড়ির পাশে এই ঘটনা ঘটে।
মুজিবুর দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ নিহত ৪
মায়েরকোল গ্রামের বাসিন্দা নিহতের চাচতো ভাই মো. মুহিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে মাছ ধরতে গিয়ে নিজ বাড়ির পাশে সে বজ্রপাতে নিহত হয়েছে।’
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখেলছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
২৩৪ দিন আগে
নড়াইলে ভাইয়ের মারধরে ভাইয়ের মৃত্যুর অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে টোকন মীর (৬০) নামে আরেক ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন।
বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এই ঘটনা ঘটে।
চাচাত ভাই ফেরদৌস মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের বাসিন্দা এবং নিহত টোকন মীর লোহাগড়া উপজেলার করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে তুচ্ছ ঘটনার জেরে টোকনের সঙ্গে তার চাচাতো ভাই ফেরদৌসের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌস মীর, রিজ্জাক মীর ও তার ছেলেসহ অন্যান্যরা মিলে টোকন মীরের বাড়িতে হামলা চালায়। এ সময় দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা দিয়ে কুপিয়ে টোকন মীর, তার স্ত্রী, ছেলে রুবেল ও রাজু মীরকে গুরুতর আহত করে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টোকন মীরের অবস্থা অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টোকন মীর মারা যান। হত্যাকাণ্ডের ঘটনার পর পরই লোহাগড়া থানা পুলিশ, নড়াইলের পুলিশ সুপার ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল করফা গ্রাম পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ও ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
২৩৪ দিন আগে
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, গরমে বিপর্যস্ত জনজীবন
গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৪ শতাংশ হওয়ায় অতিরিক্ত গরম এবং ভ্যাপসা পরিবেশে জনজীবন তীব্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, ‘আজ (বৃহস্পতিবার) তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটি মাঝারি ধরনের তাপপ্রবাহের আওতায় পড়ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে।’
আরও পড়ুন: আজ সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা
এছাড়া, গরমের কারণে শহর ও গ্রামাঞ্চলের মানুষজন প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে, যেখানে মানুষজন গরম থেকে বাঁচতে সায়লেন্ট সময় কাটাচ্ছেন। খেটে খাওয়া মানুষের অবস্থাও কঠিন হয়ে পড়েছে। গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব করছেন শ্রমজীবী মানুষরা।
এদিকে, চুয়াডাঙ্গার বাসিন্দারা এখন কেবল বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
জেলার বাসিন্দারা এখন মুখিয়ে আছেন—একটি প্রশান্তিদায়ক বৃষ্টির জন্য, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহনীয় করে তুলবে।
২৩৫ দিন আগে
ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, অভিযুক্ত বিএনপি নেতা গ্রেপ্তার
ফেনীতে কবুতর চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ানোর ঘটনায় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
এর আগে বুধবার দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী সাজেদা বেগম।
অন্যান্য আসামিরা হলেন— জাহাঙ্গীর আলম, রিসাল, মাঈন উদ্দিন বেনু, গিয়াস উদ্দিন, মাঈন উদ্দিন সোহাগ, আজাদ, অনিক, শামছুর রহমান লাভু, ইব্রাহিম খলিল, বাইট্টা নিজাম, মাঈন উদ্দিন জসিম ও সোহেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্যম মাথিয়ারা গ্রামে সালিসি বৈঠকে সাজেদা বেগম ও জোহরা বেগম নামে দুই নারীকে তাদের ছেলেদের চুরির অভিযোগে নাকে খত দিতে বাধ্য করা হয়। সেখানে বিএনপি নেতা দেলু লাঠি দিয়ে সাজেদা বেগমের শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
আরও পড়ুন: ফেনীতে ছাত্রদল নেতার হামলায় সমন্বয়কসহ আহত ৩
ন্যাক্কারজনক এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনায় অভিযুক্ত সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।
এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে নির্দেশ দেন।
ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২৩৫ দিন আগে
মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত
মেহেরপুরের গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ হোসেন (৪৫) ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ২
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালের দিকে সবুজ আহম্মেদ তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর ইলিয়াছ তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সবুজ তার পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াছকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা ঘাতক সবুজ আটক করেন। নিহতের পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতকের বিচারের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
২৩৫ দিন আগে
ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
আবদুল্লাহ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শিশুদের স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ ইউএনবিকে বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।’
২৩৫ দিন আগে
গাছের ডাল কাটায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (৭ মে) পৌনে ৬টার দিকে উপজলোর কশোরপাড় ইউনয়িনের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৬৫) ওই এলাকার প্রয়াত আবুল হাশেমের ছেলে।
আরও পড়ুন: সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত: উপদেষ্টা
নিহতের পরিবার জানায়, স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন আবুল কাশেম। মঙ্গলবার বিকালে প্রতিবেশী হানিফ কাশেমকে তার বাড়ির আম গাছের ডাল সীমানার বাইরে চলে গেছে বলে গালি দেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ বুধবার সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন কাশেম। এ সময় হানিফ, তার ভাই মিঠু, হিরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে যান। সেখানে তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২৩৫ দিন আগে