বিশ্ব
খাটের নিচে লুকিয়ে থাকা ‘দানব’ ধরিয়ে দিল শিশু
শিশুদের ঘুম পাড়াতে রূপকথার দৈত্য-দানবের গল্প শোনানো হয়। বাস্তব জীবনেও অনেক সময় দানবের দেখা মেলে। যদিও তারা বহু মাথাবিশিষ্ট হাইড্রা কিংবা মানুষ ও ষাঁড়ের সম্মিলিত রূপের মিনোটারের মতো দেখতে নয়। তারা মানুষের মতো হলেও কার্যকলাপে শিশুদের কাছে দানব হিসেবেই পরিচিত করে তোলে তাদের।
এমনই এক ‘দুষ্টু দানব’ লুকিয়ে ছিল একটি শিশুর খাটের নিচে। সেই শিশুটিই ধরিয়ে দিয়েছে ওই দানবকে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের এক বাসার একটি শিশুর খাটে নিচে লুকিয়ে থাকা সেই ‘দানবকে’ সোপর্দ করা হয়েছে আদালতে।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) ক্যানসাস কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তার (শেরিফ) কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়। একটি শিশুর খাটের নিচ থেকে এক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বার্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, রাজ্যটির গ্রেট বেন্ডের কাছের একটি বাড়িতে গত সোমবার (২৫ মার্চ) এই ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারের পর ২৭ বছর বয়সী ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানান, ‘ওই বাসাটিতে একটি শিশুর দেখাশোনা করতেন এক নারী (বেবিসিটার)। ঘটনার দিন শিশুটি বারবার তার বেবিসিটারকে বলছিল, ‘খাটের নিচে দানব আছে। আতঙ্কিত শিশুটিকে আশ্বস্ত করতে খাটের নিচে উঁকি দিতেই ভয় পেয়ে যান বেবিসিটারও। এক অপিরিচিত ব্যক্তিকে তিনি খাটের নিচে লুকিয়ে থাকতে দেখতে পান।’
আরও পড়ুন: মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল ৪ বছরের শিশু!
এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকানোর চেষ্টা করেন বেবিসিটার নারী। তাদের মধ্যে খানিক ধ্বস্তাধ্বস্তিও হয়। এরই এক পর্যায়ে শিশুটি বিছানা থেকে নিচে পড়ে যায়।
শেরিফ অফিসে জানানো হলেও তারা আসার আগেই কোনোরকম সুযোগ পেয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। অবশ্য পরে পায়ের ছাপ অনুসরণ করে তাকে আটক করেন অঙ্গরাজ্যটির আইন কর্মকর্তারা।
শেরিফ অফিসের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি আগে গ্রেট বেন্ডের কাছাকাছি ওই বাড়িতেই থাকতেন। তবে রাজ্যটির আদালত তাকে বাড়িটি থেকে দূরে থাকার জন্য সুরক্ষা আদেশ দিয়েছিলেন।
অনলাইন আদালতের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি অপরাধমূলক হুমকি, পারিবারিক সহিংসতা, সুরক্ষা আদেশ লঙ্ঘনসহ বেশকিছু অভিযোগে কারাগারে ছিলেন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করা হয়েছিল। তবে ১০ দিন আগে তিনি জামিনে মুক্তি পান।
তবে পুনরায় গ্রেপ্তারের পর তাকে জামিন না দেওয়ার নির্দেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন বিচারক। সোমবারের ঘটনার পর তার বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও শিশুর জীবন ঝুঁকিতে ফেলাসহ বেশকিছু নতুন অভিযোগও যুক্ত করা হয়েছে।
২৭৫ দিন আগে
ভূমিকম্পে মিয়ানমারে সহস্রাধিক প্রাণহানি, ব্যাপক মানবিক সংকট
মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দিনের মাঝামাঝিতে হওয়া এই ভূমিকম্পের পরের দিনও ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভূমিকম্প, কেন্দ্রস্থলও সেখান থেকে বেশি দূরে না। এতে সেখানকার বহু ভবন মাটিতে ধসে পড়েছে।
ভূমিকম্প পরবর্তীতে বেশ কয়েকটি আফটারশক (পরাঘাত) হয়েছে। এরমধ্যে একট আফটারশক ছিল ছয় দশমিক চার মাত্রার। মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, ‘এখন পর্যন্ত এক হাজার দুজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়াও দুই হাজার ৭৭৬ জন আহত হয়েছেন। ৩০ জনের হদিস পাওয়া যায়নি।’ হাতহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
২৭৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে হাম, দুজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে বেড়েছে হামের প্রাদুর্ভাব, দেশটির অন্তত ৫টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। এরইমধ্যে টেক্সাসে আক্রন্তের হার সর্বোচ্চ, প্রায় ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত হয়ে মারা গেছেন দুজন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ২০২৪ সালে বছরজুড়ে যে সংখ্যক আক্রান্তের তথ্য পাওয়া গেছে, সেই তুলনায় চলতি বছরের প্রথম তিনমাসে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন তারা।
টেক্সাস ছাড়াও নিউ মেক্সিকো, কানসাস, ওহাইয়ো ও ওকলাহোমা অঙ্গরাজ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ফেব্রুয়ারিতে আক্রান্তের হার বাড়ার পর থেকে এ পর্যন্ত হামে সংক্রমিত হয়ে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সিডিসি। মৃত দুই ব্যক্তি হামের টিকা গ্রহণ করা ছিলেন না বলে জানিয়েছে সংস্থাটি। টেক্সাসে হামে আক্রান্ত হয়ে একটি শিশু এবং নিউ মেক্সিকোতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছে সিডিসি।
যুক্তরাষ্ট্রে কিছু অঙ্গরাজ্যে বিগত কয়েক বছরে টিকা নেওয়ার হার কমে যাওয়ায় আগেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন। বিশেষজ্ঞদের আশঙ্কাই এখন বাস্তব প্রমাণিত হয়েছে।
হাম ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। মূলত বাতাসের মাধ্যমে এটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির নিশ্বাস, হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা ব্যক্তিরা সংক্রমিত হয়ে থাকেন। সিডিসির তথ্যমতে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
টিকার সাফল্যের কারণে ২০০০ সালে হাম নির্মূল হওয়ার ঘোষণা দিলেও আবারও যুক্তরাষ্ট্রে জেঁকে বসেছে হাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টেক্সাসের সংক্রমণের সঙ্গে নিউ মেক্সিকোর সংক্রমণের যোগসূত্র রয়েছে।
টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, দুই মাস আগে অঙ্গরাজ্যটিতে সংক্রমণ শুরু হয়। শুক্রবার পর্যন্ত ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, এরমধ্যে ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ মেক্সিকোতে এ পর্যন্ত ৪৪ জন সংক্রমিত হয়েছে বলে জানা গেছে।
কানসাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এলাকাটিতে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। এদিকে, ওকলাহোমা ও ওহাইয়ো অঙ্গরাজ্যে যথাক্রমে ৯ ও ১০ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: হাম নির্মূলের ঘোষণা দেওয়ার পরেও যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ
এই পাঁচটি অঙ্গরাজ্য ছাড়াও আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, কেন্টাকি, ম্যারিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নিউ জার্সি, নিউ ইয়র্কসহ আরও বেশ কিছু অঙ্গরাজ্যে সংক্রমণের খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের জানায়, দেশটিতে সাধারণত বাইরে থেকে আসা কোনো সংক্রমিত ব্যক্তির মাধ্যম হাম ছড়িয়ে থাকে। করোনা মহামারির পরে ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত বিশ্বাসের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের টিকা দেওয়া থেকে বিরত ছিলেন। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে বলে মত দেন তারা।
হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানান বিশেষজ্ঞরা। চিকিৎকরা সাধারণত সংক্রমিতদের উপসর্গগুলোর জটিলতা কিছুটা কমিয়ে তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করে থাকেন। তবে সংক্রমণ এড়াতে তারা টিকা গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।
হাম থেকে বাঁচতে ১২ থেকে ১৫ মাস বয়সী শিশুদের হাম, মাম্পস ও রুবেলা ভাইরাসের জন্য এমএমআর টিকার প্রথম ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর ৪ থেকে ৬ বছর বয়সের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য বলা হয়।
গ্লোবাল ভাইরাস নেটওয়ার্কের সদস্য স্কট উইভার জানান, সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা বিবেচনা করা উচিত। বিশেষত সংক্রমিত ব্যক্তির পরিবারের সদস্য কিংবা যাদের শ্বাসনালী আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়া উচিত বলে মত দেন তিনি।
২৭৫ দিন আগে
ভূমিকম্প নতুন বিপর্যয় নিয়ে এসেছে যুদ্ধবিধ্বস্ত দেশ মিয়ানমারে
গৃহযুদ্ধ, খাদ্য সংকট ও অর্থনৈতিক অবনতির মধ্যে মিয়ানমারে নতুন বিপর্যয় ডেকে এনেছে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এরপর থেকে ধ্বংসযজ্ঞের খবর আসতে থাকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ও রাজধানী নেপিদো থেকেও।
এখন পর্যন্ত ১৪৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও আটজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দিনের মাঝামাঝিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে, যার গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পের পর মিয়ানমারে তথ্য পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সেবার বাইরে চলে গেছেন লাখ লাখ মানুষ।
ভেঙে পড়েছে বহু এলাকার বাড়িঘর, মসজিদ, উপড়ে গেছে গাছ। ফাটল ধরেছে রাস্তায়, ভেঙে গেছে সেতু, বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। তবে মিয়ানমারে ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট নয়। মিয়ানমারে আন্তর্জাতিক উদ্ধার কমিটির পরিচালক মোহাম্মদ রিয়াজ বলেছেন, হাজার হাজার মানুষের জরুরি আশ্রয়, খাবার এবং চিকিৎসা সহায়তা দরকার।
বহু এলাকায় ভূমিকম্পের প্রভাব কতটা পড়েছে তা জানতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলেও তার ধারণা। রেড ক্রসের আশঙ্কা, মিয়ানমারের বড় বড় বাঁধগুলোতে কম্পনের কারণে ফাটল ধরে থাকতে পারে। ফলে বন্যাও দেখা দিতে পারে। এতে বিপর্যয় আরও বাড়বে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ের কাছেই। পরে ছয় দশমিক চার মাত্রার একটি আফটারশক (পরাঘাত) হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মিয়ানমার জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেং বলেন, ‘এই ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩০ জন আহত হয়েছেন। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া রাজধানী নেপিদোর বিভিন্ন ছবিতে দেখা গেছে, সরকারি কর্মকর্তাদের আবাসন হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন মাটিতে মিশে গেছে। ধ্বংস্তস্তূপ থেকে আক্রান্তদের উদ্ধার করা হচ্ছে।
আরও পড়ুন: ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে দেড় শতাধিক নিহত
ভূমিকম্প ভয়াবহ আঘাত হানা এলাকাগুলোতে ‘জরুরিভিত্তিতে রক্তের’ চাহিদা বেড়েছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। মান্দালয়ের সড়কগুলোতে বড় ধরনের ফাটল দেখা গেছে। একটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভেঙে পড়েছে। এতে কিছু এলাকায় উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি মিয়ানমারে আগে থেকেই ব্যাপক মানবিক সংকট রয়েছে। ভূমিকম্পের আঘাতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের তীব্রতার বিবরণ দিতে গিয়ে সিরিনিয়া নাকুতা নামের এক নারী বলেন, “কম্পন থামছিল না। উপরের তোলা থেকে পাথরের মত জিনিস খসে পড়ার শব্দ শুনতে পাই। তখন বাচ্চাদের বলি, আমাদের এখানে থাকা ঠিক হবে না, বাইরে চলে যাওয়া উচিত।”
সন্তানদের নিয়ে নিজের নেপিদোর অ্যাপার্টমেন্টেই ছিলেন নাকুতা। হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে বেশ কিছু সময়েও তা না থামায় ছেলে-মেয়েদের নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন তিনি।
মিয়ানমারের সবথেকে বড় শহর ইয়াঙ্গনের এক বাসিন্দা বলেন, কম্পন ছিল বেশ তীব্র। প্রায় চার মিনিট ধরে ঝাঁকুনি চলে।
আরেক ব্যক্তি ঘটনার বর্ণনায় বলেন, “ঘুম থেকে জেগে দেখি ভবন মারাত্মকভাবে দুলছে। কাঁপাকাঁপি প্রায় তিন থেকে চার মিনিট চলে। বন্ধুদের কাছ থেকে মেসেজ পাচ্ছিলাম। দেখলাম কম্পন শুধু ইয়াঙ্গুন নয়, দেশের অনেক এলাকাতেই হয়েছে।”
মান্দালয়ে ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রয়্যাল প্যালেস, ৯০ বছরের পুরনো ব্রিজ ধসে পড়ার পাশাপাশি আর মহাসড়কও ফেটে চৌচির হয়ে গেছে।
আরও পড়ুন: বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
এদিকে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে থাই রাজধানী ব্যাংককে আটজন নিহত হয়েছেন। মুহূর্তে বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকাটি।
খবরে বলা হয়, রাজধানীর কাছাকাছি জনপ্রিয় চাতুচাক মার্কেটে ৩৩ তলার একটি নির্মাণাধীন ভবন ক্রেনসহ ধসে পড়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, এতে চারপাশে বিস্তৃত ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনকে আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করে দৌড়াতে দেখা গেছে।
ব্যাংককের কেন্দ্রস্থলে সাইরেনের প্রতিধ্বনিত হচ্ছিল। যানজটে আটকাপড়ে ব্যস্ত সড়কগুলো। র্যাপিড ট্র্যানজিট সিস্টেম ও সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভূমিকম্প যে এলাকাটিতে আঘাত হেনেছে, সেটি ভূমিকম্পপ্রবণ। কিন্তু এসব ভূমিকম্প খুব বড় না। থাই রাজধানী থেকে যা টের পাওয়ার ঘটনাও বিরল। ব-দ্বীপের ওপর অবস্থিত ব্যাংককে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি।
প্রথমে ভূমিকম্পের বিষয়টি বুঝতে পারেননি বলে জানিয়েছেন ব্যাংককের একটি ভবনে কাজ করা অপরিল কানিচাওয়ানকুল। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমার মাথা ঘোরাচ্ছে।’ সহকর্মীদের নিয়ে ভবনের দশতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তারা।
থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী পুমথাম উইচাইয়াচি বলেন, ব্যাংককে ভবনধসে নিখোঁজ রয়েছেন ৯০ জন।
নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিক। ভবন থেকে ইট-পাথরের টুকরা পড়ে তাদের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
২৭৫ দিন আগে
ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারে দেড় শতাধিক নিহত
সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে দেড় শতাধিক নিহত হয়েছেন। মিয়ানমারে অন্তত ১৪৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সবচেয়ে বেশি আঘাত হানা দুটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও আটজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দিনের মাঝামাঝিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে, যার গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ের কাছেই। পরে ছয় দশমিক চার মাত্রার একটি আফটারশক (দ্বিতীয় কম্পন) হয়েছে।
গৃহযুদ্ধকবলিত মিয়ানমারে তথ্যপ্রবাহ কঠিনভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মিয়ানমার জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেং বলেন, ‘এই ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত ও ৭৩০ জন আহত হয়েছেন। হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’আরও পড়ুন: ফিরেছেন মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি ১৮ বাংলাদেশি
সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া রাজধানী নেপিদোর বিভিন্ন ছবিতে দেখা গেছে, সরকারি কর্মকর্তাদের আবাসন হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন মাটিতে মিশে গেছে। ধ্বংস্তস্তূপ থেকে আক্রান্তদের উদ্ধার করা হচ্ছে।
ভূমিকম্প ভয়াবহ আঘাত হানা এলাকাগুলোতে ‘জরুরিভিত্তিতে রক্তের’ চাহিদা বেড়েছে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। মান্দালয়ের সড়কগুলোতে বড় ধরনের ফাটল দেখা গেছে। একটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভেঙে পড়েছে। এতে কিছু এলাকায় উদ্ধারকারীদের পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি মিয়ানমারে আগে থেকেই ব্যাপক মানবিক সংকট রয়েছে। ভূমিকম্পের আঘাতে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেঙে থাই রাজধানী ব্যাংককে আটজন নিহত হয়েছেন। মুহূর্তে বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এলাকাটি।
খবরে বলা হয়, রাজধানীর কাছাকাছি জনপ্রিয় চাতুচাক মার্কেটে ৩৩ তলার একটি নির্মাণাধীন ভবন ক্রেনসহ ধসে পড়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে দেখা যায়, এতে চারপাশে বিস্তৃত ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনকে আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করে দৌড়াতে দেখা গেছে।
ব্যাংককের কেন্দ্রস্থলে সাইরেনের প্রতিধ্বনিত হচ্ছিল। যানজটে আটকাপড়ে ব্যস্ত সড়কগুলো। র্যাপিড ট্র্যানজিট সিস্টেম ও সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভূমিকম্প যে এলাকাটিতে আঘাত হেনেছে, সেটি ভূমিকম্পপ্রবণ। কিন্তু এসব ভূমিকম্প খুব বড় না। থাই রাজধানী থেকে যা টের পাওয়ার ঘটনাও বিরল। ব-দ্বীপের ওপর অবস্থিত ব্যাংককে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি।
প্রথমে ভূমিকম্পের বিষয়টি বুঝতে পারেননি বলে জানিয়েছেন ব্যাংককের একটি ভবনে কাজ করা অপরিল কানিচাওয়ানকুল। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, আমার মাথা ঘোরাচ্ছে।’ সহকর্মীদের নিয়ে ভবনের দশতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে যান তারা।
থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী পুমথাম উইচাইয়াচি বলেন, ব্যাংককে ভবনধসে নিখোঁজ রয়েছেন ৯০ জন।
নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিক। ভবন থেকে ইট-পাথরের টুকরা পড়ে তাদের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
২৭৫ দিন আগে
ইয়েমেনে সন্দেহজনক মার্কিন বিমান হামলা
ইয়েমেনের রাজধানী সানাসহ হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আশপাশের বিভিন্ন এলাকায় সন্দেহজনক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এসব হামলা চালানো হয়।
এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। গত ১৫ মার্চ থেকে মার্কিন বাহিনীর শুরু করা অভিযানের হামলাগুলোর তুলনায় এটির তীব্রতা বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৬, আহত ২৮
অ্যাসেসিয়েটেড প্রেসের (এপি) একটি পর্যালোচনায় দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরিমাণ বাড়িয়েছেন। কারণ হিসেবে দেখা যায়, যুক্তরাষ্ট্র বিভিন্ন লক্ষ্যবস্তুতে ও পদস্থ কর্মকর্তাদের ওপর হামলার পাশাপাশি শহরগুলোতে বোমা হামলা চালাচ্ছে।
হুতিদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে বিদ্রোহীদের দখলে থাকা ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবারের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সাদা, লোহিত সাগরের বন্দর নগরী হোদেইদা এবং ইয়েমেনের আল-জওফ, আমরান ও মারিব প্রদেশের আশপাশে হামলা চালানো হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
তবে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া আর কোন স্থানটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি হুথি বিদ্রোহীরা। সানা আন্তর্জাতিক বিমানবন্দর সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। রাজধানীর আশেপাশের এলাকায় সামরিক, গোয়েন্দা পরিষেবার কার্যক্রম ও বেসামরিক নাগরিকরা থাকেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, একটি ভিডিওতে তারা দেখেছে যে, রাজধানী সানায় অনেক মানুষ শবে কদরের রাত জাগার সময় একটি বোমা ফেলা হচ্ছে, সেখান থেকে ব্যাপক ধোয়ার কুণ্ডলী উঠছে।
সানার উত্তরাঞ্চলে আমরানের পাহাড়ি এলাকার হামলার ঘটনা ঘটেছে। যেখানে হুথিদের সামরিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়।
হুথিদের আল মাসিরাহ স্যাটেলাইট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলার পর যোগাযোগের নেটওয়ার্ক ভেঙে পড়ে। সেখানে ১৯টি হামলার ঘটনা ঘটেছে।
হোয়াইট হাউজের পূর্বানুমতি ছাড়া হামলা চালানোর ক্ষমতা থাকা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০০
নতুন করে চালানো ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে হুথি বিদ্রোহীরা ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা শুরু করে।
২০২৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শতাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর মধ্যে দুটি জাহাজকে ডুবিয়ে দিয়েছে এবং চারজন নাবিককে হত্যা করেছে। তারা মার্কিন জাহাজকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে, যদিও তাতে সফল হয়নি গোষ্ঠীটি।
২৭৬ দিন আগে
বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশের কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাঁখো
আগুডো বলেন, শিগগিরিই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
২৭৬ দিন আগে
ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাঁখো
রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তাবিত নিজস্ব সেনাবাহিনী মোতায়নের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। কিয়েভের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনাগুলোতে এই সেনা মোতায়েন করা হতে পারে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। বাহিনীতে থাকতে পারে ১০ থেকে ৩০ হাজার সেনা।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মার্চ) প্যারিসে ৩১টি দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।
সেনা মোতায়ন নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যাঁখো। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে ৩০টি দেশের নেতাদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
ম্যাঁখো বলেন, ‘ইউক্রেনের মাটিতে যারাই হামলা চালাবে, তাদেরও পাল্টা হামলার মুখোমুখি হতে হবে। আমাদের রণকৌশল অনুযায়ী সেনারা শত্রুদের মোকাবিলা করবে।’
ইউক্রেনে সেনা মোতায়েনে যেসব দেশ সহায়তা করতে আগ্রহী; তাদের নিয়ে একটি জোট গঠন করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তিনি কাজ করছেন বলে জানান ম্যাঁখো।
আরও পড়ুন: ‘ইতিহাসের সন্ধিক্ষণে’ থাকা ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত ও রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিমত দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে রাশিয়ার সম্ভাব্য হামলার জবাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে; সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
ম্যাঁখো জানান, প্রস্তাবিত সশস্ত্র বাহিনীর সেনারা শুরুতেই ফ্রন্টলাইনে (সম্মুখযুদ্ধে) রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। এমনকি এই বাহিনী ফ্রন্টলাইনে অবস্থানও করবে না। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত ঘাঁটিগুলোর নিরাপত্তায় থাকবে তারা।
ম্যাঁখো বলেন, ইউক্রেনকে সমর্থন জানাতে ইউরোপের বিভিন্ন দেশ ও জোটগুলো এই উদ্যোগ নিয়েছে। যু্দ্ধ জড়াতে নয় বরং ইউক্রেনে সংঘাত বন্ধে এটি একটি শান্তি প্রস্তাব বলে মনে করেন তিনি। এছাড়া সংঘাত একমাত্রই রাশিয়াই চায় বলেও অভিযোগ করেন তিনি।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে ৩১টি দেশের নেতার উপস্থিতি আশা করা হচ্ছে। এর আগে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধে নিরাপত্তা সম্মেলন আয়োজন করে প্যারিস। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোসহ ৭টি দেশের নেতারা সম্মেলনে অংশ নেয়।
এই সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে শান্তিচুক্তির পর ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের প্রস্তাবে প্রকাশ্যে কোনো আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র প্রশাসন।
অবশ্য ইউরোপীয় নেতাদের এই পরিকল্পনায় অনাগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেনা মোতায়েনের কোনো প্রয়োজন রয়েছে বলে মনে করেন না তিনি।
আরও পড়ুন: ইউরোপকে জেগে ওঠার আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর
তবে ইউরোপের নেতারা জানান, রুশ প্রেসিডেন্টের অতীত কার্যকলাপের ফলে তার প্রতি আস্থা রাখতে পারছেন না তারা।
এ সময় ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল ও ২০২২ সালের পূর্ণমাত্রায় ইউক্রেনে হামলা চালানোর ঘটনা উল্লেখ করে তারা বলেন, শান্তিচুক্তি হওয়ার পরও পুনরায় হামলা চালাতে পারে পুতিন। সম্ভাব্য এই হামলা প্রতিহত করতেই ইউক্রেনে সেনা মোতায়ন প্রয়োজন বলে মনে করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক ফরাসী কর্মকতা জানান, ইউরোপীয় জোটের সেনাবাহিনী ফ্রন্টলাইন থেকে কিছুটা দূরে ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলে, দিনিপার নদীর তীরে মোতায়ন করা হতে পারে।
আবার ইউক্রেনের পশ্চিমাঞ্চল বা প্রতিবেশী কোনো দেশেও সেনা মোতায়েন করা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছে, প্রস্তাবিত ওই বাহিনীতে ১০ থেকে ৩০ হাজার সেনা থাকতে পারে। স্নায়ুযুদ্ধের পর সেনা সংকুচিত করা ইউরোপের দেশগুলোর সেনাবাহিনী গঠনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
২৭৭ দিন আগে
দক্ষিণ কোরিয়ায় দাবানলের গ্রাসে প্রাচীন মন্দির, প্রাণহানি ২৬
নজিরবিহীন দাবানলে দক্ষিণ কোরিয়ার একটি প্রাচীন মন্দিরের বড় অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করা দুটি ভবন আগুনে ধসে পড়েছে। বুধবার (২৭ মার্চ) দেশটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
গেল পাঁচদিন ধরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া। এতে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। তিনশতাধিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ৩৭ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
খ্রিষ্টপূর্ব ৬৮১ অব্দে শিলা রাজবংশের সময় গৌনসা মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। কোরীয় উপদ্বীপটির অর্ধেকেরও বেশি সময় শাসন করেছেন তারা। উইসিং শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে ডিউনগুন পাহাড়ের পাদদেশে মন্দিরটির অবস্থান।
প্রাচীন আমলে নির্মিত ভবনগুলো যদিও কোনো আবাসিক ভবন না, তবে পরবর্তীতে এখানে কিছু সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণ করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার আগুনের গ্রাসের মধ্যে পড়ে যায় মন্দিরটি। এতে ৩০টি ভবনের মধ্যে প্রায় ২০টি আগুনে ধসে পড়ে।-খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।
হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র বাতাসে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দাবানলের লেলিহান শিখা। নিহতের মধ্যে ৪ ফায়ার সার্ভিস কর্মীসহ কয়েকজন সরকারি কর্মকর্তা ও একজন পাইলটও রয়েছেন।
উইসিয়ং অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ওই পাইলট প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে সিউল কর্তৃপক্ষ। এছাড়া আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সরকারি কর্মকর্তারা।
তবে নিহতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিহতরা বেশিরভাগ ৬০ থেকে ৭০ বছর বয়স্ক বলে জানান তারা।
আরও পড়ুন: দাবানলে জ্বলছে দক্ষিণ কোরিয়া, নিহত বেড়ে ১৮
২৭৭ দিন আগে
‘অপহরণের’ কায়দায় তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আটক করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মুখোশপরা লোকজন তাকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে। তবে তাকে আটকের ক্ষেত্রে কোনো ধরনের ব্যাখ্যা দেওয়া হয়নি। এ ঘটনাকে ‘অপহরণের’ সঙ্গে তুলনা করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২৯ মার্চ) তার আইনজীবী মাহসা খানবাবি এমন তথ্য জানিয়েছেন। বোস্টন ফেডারেল আদালতে এ বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে।
রুমিয়াসা অজটুর্ক নামের ৩০ বছর বয়সী ওই নারী শিক্ষার্থী তুরস্কের নাগরিক। মঙ্গলবার রাতে ম্যাসাচুসেটসের সামারভিলে নিজের বাসা থেকে বের হলে তাকে থামানো হয়। অ্যাসোসিয়েটস প্রেসের (এপি) ভিডিওতে দেখা যায়, মুখঢাকা সাত ব্যক্তি তাকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন তিনি চিৎকার করছিলেন।
ভিডিওতে গ্রুপটির লোকজনকে বলতে শোনা গেছে, ‘আমরা পুলিশ।’ তাদের একজনকে প্রশ্ন করতে দেখা গেছে, ‘কেন আপনি মুখ আড়াল করেছেন?’
মাহসা খানবাবি বলেন, ‘বন্ধুদের সাথে ইফতার করতে যাচ্ছিলেন রুমিয়াসা অজটুর্ক।’
‘তার অবস্থান সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তার সাথে যোগাযোগ করতেও পারিনি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রে লেখাপড়ার করার জন্য তাকে ভিসা দেওয়া হয়েছিল,’ বলেন তিনি।
তার এই আটকের ঘটনায় হতবাক হওয়ার কথা জানিয়েছেন প্রতিবেশীরা। সামারভিলের আবাসিক এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
মাইকেল ম্যাথিস (৩২) নামের এক সফটওয়্যার প্রকৌশলী বলেন, ‘এটা দেখতে অপহরণের মতো মনে হয়েছে।’
‘তারা তার কাছাকাছি এসে তাকে ধরে ফেলে। তাদের মুখঢাকা ছিল। তাদের গাড়িতেও কোনো নম্বর প্লেট ছিল না,’ বলেন তিনি। তার নজরদারি ক্যামেরায় এই ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে।
টাফটস বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার বলেন, ‘একজন বিদেশি শিক্ষার্থীকে আটকের কথা আমরা জানতে পেরেছি। তার ভিসা বাতিল করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় আগে থেকে কিছু জানতো না। আমাদের এ বিষয়ে কোনো তথ্যও দেওয়া হয়নি।’
তিনি শিক্ষার্থীর নাম না বললেও বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র প্যাট্রিকস কলিনস বলেন, গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের পিএইচডি গবেষক ছিলেন রুমিয়াসা অজটুর্ক।
তার এই আটকের ঘটনা সাংবিধানিক অধিকার ও বাকস্বাধীনতার ভয়াবহ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক দলীয় সদস্য আয়ান্না প্রিসলি। তাকে এখনই মুক্তি দিতে হবে বলে দাবি করেন তিনি।
২৭৭ দিন আগে