বিশ্ব
ইসরায়েলি হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান চলাকালে প্রাণ হারান ওই নারী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়, সুন্দুস জামাল শালাবি (২৩) নামের নিহত ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও সফল হতে পারেনি স্বাস্থ্য কর্মকর্তারা।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।
এদিকে, ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতের খবর পাওয়া গেলেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তানের ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ (রবিবার) সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার মোতায়ন করে এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
ফিলিস্তিনে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
অভিযান চলাকালে ভারী গুলিবর্ষণ ও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা আলজাজিরাকে জানায় স্থানীয় সূত্রগুলো।
গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।
অভিযানে পশ্চিম তীরের জেনিন ও তুলকারেমে গত কয়েক সপ্তাহে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে ওই এলাকাদুটিতে বাড়ছে প্রাণহানির সংখ্যা।
৩২২ দিন আগে
ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদির
ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দিয়ে সৌদি আরবের ভূখণ্ডে ‘ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। রবিবার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশটি এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।
এরআগে সৌদি ভূখণ্ডে একটি ‘ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিলেন ইসরাইলি কর্মকর্তারা।
নেতানিয়াহু-সমর্থক টেলিভিশন চ্যানেল ফোরটিনে দেওয়া এক সাক্ষাৎকারে অনেকটা রসিকতা করে সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন নেতানিয়াহু। সেখানে ভুলবশত ফিলিস্তিনি রাষ্ট্রের বদলে ‘সৌদি রাষ্ট্রের’ কথা বলেছিলেন তিনি। পরে তিনি নিজেই সেটা সংশোধন করেন।
ইসরায়েলের এই পরামর্শের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রতিবেশী মিসর ও জর্ডান। নেতানিয়াহুর বক্তব্যকে ‘সৌদির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে দেশ দুটি।
সৌদি আরব বলছে, ‘নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করে ভ্রাতৃপ্রতিম দুই দেশ যে বক্তব্য দিয়েছে, সেটিকে আমরা মনে রাখবো।’
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি আরও জানিয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের কাছে ফিলিস্তিনের ভূখণ্ড যে কতটা গুরুত্বপূর্ণ; সেটা উপলব্ধি করার সক্ষমতা নেই এসব দখলদার উগ্র মানসিকতার লোকজনের। এই ভূখণ্ডের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক ঐতিহাসিক, আত্মার ও আইনগত—যেটা থেকে তাদের কখনোই বিচ্ছিন্ন করা সম্ভব না।
গত মঙ্গলবারে( ৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা পুর্নগঠনের নামে উপত্যকাটি দখল করে ‘মধ্যপ্রাচ্যের রিভেরিয়া’ বানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও সমালোচনা করে আরব দেশগুলো। ইতালীয় রিভেরিয়া বলতে বোঝায় সুদৃশ্য সমুদ্র উপকূলকে। আর ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে গাজা উপত্যকাটি অবস্থিত।
আরও পড়ুন: গাজা থেকে মিসর-জর্ডানে শরণার্থী বাড়াতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের
৩২৩ দিন আগে
দক্ষিণ কোরিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ৬
ক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে মোট ১৪ জন জেলে ও স্টাফ ছিলেন। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বুসান থেকে ১৩৯ টন ওজনের ট্রলারটি রাজধানী সিউল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণে ইয়োসু উপকূলে স্থানীয় সময় রাত ১টা ৪১ মিনিটে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
কোস্টগার্ড একই বহরের অন্যান্য মাছ ধরার নৌকার সঙ্গে সাত ক্রু সদস্যকে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়াদের মধ্যে দক্ষিণ কোরিয়ার তিন নাগরিক এবং চার বিদেশি রয়েছে। তবে একজন ক্যাপ্টেনসহ দক্ষিণ কোরিয়ার সব নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
নিখোঁজ সাতজনের মধ্যে একজন নাবিককে পরে অচেতন অবস্থায় পাওয়া গেছে।
উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ২৩টি টহল নৌকা এবং আটটি বিমান পাঠিয়েছে। উদ্ধার কার্যক্রমে ১৫টি বেসামরিক মাছ ধরার নৌকাও যোগ দিয়েছে।
৩২৩ দিন আগে
চীনে ভূমিধসে নিখোঁজ ২৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে শনিবার নিখোঁজ হয়েছেন ২৯ জন। রবিবার এক সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জুনলিয়ান কাউন্টির জিনপিং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, নিখোঁজদের সংখ্যা যাচাই করা হচ্ছে। শনিবার মধ্যরাত পর্যন্ত ভূমিধসে ১০টি আবাসিক বাড়ি ও একটি উৎপাদন কারখানার ভবন চাপা পড়েছে।
গুরুতর ও একজন সামান্য আহত ব্যক্তিকে উদ্ধার করে জুনলিয়ানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
অবিরাম বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক অবস্থার কারণে, উঁচু স্থানের ধ্বংসাবশেষ গড়িয়ে স্রোতে রূপান্তরিত হয়েছে। এই ধ্বংসাবশেষের ঢল প্রায় ১ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। এটির মোট আয়তন ১ লাখ ঘনমিটারেরও বেশি।
ভূমিধসের আকার প্রায় ১০ থেকে ২০ মিটার পুরু এবং প্রায় ১০০ মিটার চওড়া। ভূমিধস এখনও অব্যাহত রয়েছে।
সিচুয়ানে সামরিক বাহিনী, সশস্ত্র পুলিশ, অগ্নিনির্বাপক, জরুরি উদ্ধারকর্মী, পরিবহন, চিকিৎসা, টেলিযোগাযোগ এবং অন্যান্য বাহিনীর ৯৪৯ জন কর্মীকে উদ্ধার প্রচেষ্টা পরিচালনা বা সহায়তা কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে।
এছাড়াও, উদ্ধার মূল্যায়ন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জরুরি তদন্তে ইঞ্জিনিয়ারিং উদ্ধার সরঞ্জাম এবং জরুরি সামগ্রী পাঠানো হয়েছে।
২০০ জনেরও বেশি দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ১৫৫ জনকে জুনলিয়ানের একটি স্কুলের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ৩০টি জরুরি জেনারেটর, ১০০টি সুতির তাঁবু, ৪০০ শয্যা এবং ১ হাজার ১০০ কুইল্ট মোতায়েন করেছে- যাতে খাদ্য, আশ্রয় এবং গরম করার মতো প্রয়োজনীয় চাহিদা নিশ্চিত করা যায়। অবশিষ্ট ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
চলমান তাপমাত্রা হ্রাস, অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ জিনপিং গ্রাম এবং আশেপাশের অঞ্চলে বিপদজনক অঞ্চল নির্ধারণ করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের উভয় পাশের পাহাড়ি ঢালের বিষয়ে রিয়েল-টাইম পর্যবেক্ষণও বাস্তবায়ন করা হয়েছে। ছোট আকারের বিপর্যয় রোধ এবং চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সরিয়ে নেওয়ার রুট এবং সংকেত রয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বালিতে ভূমিধসে নিহত ৫
৩২৩ দিন আগে
২৭ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি
প্রায় তিন দশক পর দিল্লির ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি—বিজেপি। বিজেপির কড়া সমালোচক হিসেবে পরিচিত আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে নরেন্দ্র মোদির দল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দিল্লির বিধানসভার ভোট গণনা শুরু হয়। গণনা শুরু হওয়ার আগেই বুথফেরত জরিপে বিজিপিকে জয়ী দেখানো হয়েছিল।
সর্বশেষ খবর অনুযায়ী, বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।
এর আগে, টানা দুই মেয়াদে দিল্লির ক্ষমতায় ছিলেন আপ নেতা কেজরিওয়াল। ২০১২ সালে দেশটির রাজধানীতে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করে ব্যাপক জনপ্রিয় হন তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দিল্লির ক্ষমতায় বসেন।
ক্ষমতা গ্রহণের পর নানামুখী জনকল্যাণমূলক কাজ করে ব্যাপক জনপ্রিয় হন কেজরিওয়াল। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করায় গত নির্বাচনেও তিনি ভোটে এগিয়ে ছিলেন।
গত বছর ভারতের লোকসভা নির্বাচনের আগে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কেজরিওয়াল। তিনি গ্রেপ্তারের পর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিজেপি তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ থাকলেও বরাবরই তা অস্বীকার করে আসছে ক্ষমতাসীন দলটি।
আরও পড়ুন: ভারতের নির্বাচনে ভোটদানের বিশ্ব রেকর্ড, বিস্ময়কর বললেন সিইসি
পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে দিল্লির মূখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ৫৬ বছর বয়সী এই নেতা। পদত্যাগের পর জাতীয় নির্বাচনি প্রচারে মনোনিবেশ করেন তিনি। তবে যে আসনগুলোতে তিনি জয়ের প্রত্যাশা করেছিলেন, সেগুলোতেও হেরে যান। এবার বিধানসভার নির্বাচনেও তার পরাজয় প্রায় নিশ্চিত।
চলতি বিধানসভার নির্বাচনি প্রচারে কেজরিওয়ালকে হারাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর মধ্যে ছিল আড়াই হাজার নারীকে মাসিক আড়াই হাজার রুপি করে ভাতা এবং গর্ভবতী নারীদের এককালীন ২১ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান। এ ছাড়াও ক্ষমতায় এলে রান্নার গ্যাসে ভর্তুকি, বয়স্কদের মাসিক পেনশন ও তরুণদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ১ হাজার ৫০০ রুপি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল মোদির দল।
বিধানসভার এই নির্বাচন প্রকৃতপক্ষে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে দলের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে ভূমিকা রাখে, পরবর্তীতে যা আইন প্রণয়নে দলটির জন্য সহায়ক হয়।
৩২৩ দিন আগে
কানাডাকে ‘সত্যিকার অর্থে’ ৫১তম অঙ্গরাজ্য করতে চাচ্ছেন ট্রাম্প: ট্রুডো
প্রতিবেশী দেশ কানাডাকে ‘সত্যিকার অর্থেই’ যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে একীভূত করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) এমন কথা বলেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, শ্রম ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার সময় ট্রুডো এসব কথা বলেন। তখন ভুলবশত মাইক্রোফোন চালু ছিল, যে কারণে ট্রুডোর এই বক্তব্য রেকর্ড হয়ে যায়।
ব্যবসায়ী নেতাদের ট্রুডো বলেন, কানাডার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লোভেই ট্রাম্প এমন কথা বলছেন। আমাদের দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করেই এটা সহজে করা সম্ভব বলে তার মনে হয়েছে। তারা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে সচেতন—আমাদের কী আছে এবং সেসব থেকে তারা কীভাবে সুবিধা নিতে পারেন। তার (ট্রাম্প) সঙ্গে আমার আলাপচারিতায়... (এরপরেই মাইক্রোফোন বন্ধ হয়ে যায়)।
এ নিয়ে ট্রুডোর অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে আলবার্টা ফেডারেশন অব লেবার এমন তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে একদিনের একটি সম্মেলনের উদ্বোধনীতে দেওয়া বক্তব্যে ট্রুডো বলেন, ‘কানাডীয় পণ্যে ট্রাম্পের চড়া শুল্কারোপের হুমকি কীভাবে মোকাবিলা করা হবে; তা নিয়ে কানাডাকে কৌশল নির্ধারণ করতে হবে।’
‘শুল্কারোপ থেকে বাঁচতে কানাডা অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। পাশাপাশি অভ্যন্তরীণ বাধাগুলো দূর করে অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে হবে কানাডাকে,’ বলেন তিনি।
ট্রুডো বলেন, ‘আর এটিই সেই মুহূর্ত। দেশের ইতিহাসের এই সময়টি ব্যাপক গুরুত্ব বহন করছে।’
এরআগে সোমবার কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ মাদক ফেনটানিল পাচার ও অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে সহযোগিতার শর্তে তিনি এমন সিদ্ধান্ত নেন। এছাড়া দেশের অভ্যন্তরে উৎপাদনে জোর দিতে ও কেন্দ্রীয় সরকারের রাজস্ব বাড়াতে বিভিন্ন দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্কারোপের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট।
আরও পড়ুন: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্কারোপ করতে যাচ্ছেন ট্রাম্প
৩২৪ দিন আগে
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ২
ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় দমকল বাহিনী দুর্ঘটনা ও এসব হতাহতের বিষয় জানিয়েছে।
দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানটি বিধ্বস্ত হয়ে সাও পাওলো শহরের একটি গুরুত্বপূর্ণ অ্যাভিনিউতে একটি যাত্রীবাহী বাসের ওপর পড়ে।
দমকল বিভাগ জানিয়েছে, নিহত দুজন বিধ্বস্ত বিমানের আরোহী। বিধ্বস্তের কারণে বিস্ফোরণে একজন মোটরসাইকেল আরোহী এবং বাসের ভিতরে থাকা আরেক ব্যক্তি আহত হন। তাদের উভয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ১০
দুর্ঘটনার শিকার বিমানটি সাও পাওলোর ক্যাম্পো দে মার্তে প্রাইভেট জেট বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় শহর পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বিধ্বস্তের ফলে বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসটির ভিতরে খুব কম যাত্রী ছিল। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার সময় দূরে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।
৩২৪ দিন আগে
আলাস্কায় বিমান বিধ্বস্তে নিহত ১০
আলাস্কার নোমগামী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিমানটি সমুদ্রের বরফের ওপর বিধ্বস্ত হয়ে পড়ায় আরোহীদের সবাই নিহত হন।
গত ২৫ বছরের মধ্যে রাজ্যটির সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।
উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে তল্লাশির মাধ্যমে নোমের দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। কোস্টগার্ডের তোলা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান ও হতাহতরা বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পৌঁছেছেন।
সেন লিসা মুরকোস্কি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। নোমের মেয়র জন হ্যান্ডেল্যান্ডকে আবেগপ্রবণ দেখা গেছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার উপর জোর দেন। সন্ধ্যায় প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা: ১৮ জনের লাশ উদ্ধার
বৈরি পরিবেশ, জমে থাকা বরফ এবং খারাপ আবহাওয়ার কারণে পুনরুদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, হতাহতদের নিরাপদে উদ্ধার কাজ করার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ।
বেরিং এয়ারের সেসনা ক্যারাভান ৯ জন যাত্রী ও একজন পাইলটকে নিয়ে বৃহস্পতিবার বিকালে উনালাকলেট থেকে উড্ডয়ন করলেও এক ঘণ্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা হঠাৎ উচ্চতা এবং গতি হ্রাসের কথা উল্লেখ করেছেন। তবে দুর্ঘটনার কারণটি নির্ধারণ করতে পারেননি তারা। এমনকি কোনো বিপদের সংকেতও শনাক্ত করা যায়নি।
আলাস্কার দুর্গম ভূখণ্ড এবং পরিবহনের জন্য ছোট বিমানের উপর নির্ভরতা অত্যাবশ্যক, তবে তা ঝুঁকিপূর্ণ। ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ায় প্রাণঘাতী ঘটনার পর এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় ধরনের বিমান দুর্ঘটনা।
বেরিং এয়ার, ৩২টি প্রত্যন্ত গ্রামে পরিষেবা দিয়ে থাকে। দুর্ঘটনার পর অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য এরই মধ্যে এনটিএসবি থেকে ফেডারেল তদন্তকারীদের পাঠানো হয়েছে। এদিকে, নোম এবং আশেপাশের সম্প্রদায়গুলো নিহত এবং তাদের পরিবারগুলোর জন্য শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
৩২৪ দিন আগে
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েল এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া এনএনএর বরাতে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্বাঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে।
বিমান হামলার আগে, ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকা শহরের উপর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উড়ছিল। বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটলো। যুদ্ধবিরতি ২০২৪ সালের ২৭ নভেম্বর কার্যকর হয়। এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর কারণে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো।
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েল ৬০ দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে। একই সঙ্গে লেবানন-ইসরায়েলি সীমান্ত এবং দক্ষিণাঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। এটি নিশ্চিত করে যে লিটানি নদীর দক্ষিণে কোনো অস্ত্র বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকবে না।
তবে লেবাননের তত্ত্বাবধায়ক সরকার ২৭ জানুয়ারি ঘোষণা করেছিল যে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই প্রাথমিক ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে তারা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে মাঝেমধ্যে হামলা অব্যাহত রেখেছে এবং দাবি করেছে যে তাদের লক্ষ্য হিজবুল্লাহর সৃষ্ট ‘হুমকি’ নির্মূল করা।
৩২৫ দিন আগে
ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
ব্রাজিলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে এসব হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সরকারি নিরাপত্তা বানিহী বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটির বরাতে স্থানীয় নিউজ নেটওয়ার্ক গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকাল থেকে পেরনামবুকোর রাজধানী রেসিফ শহরে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রেসিফের মেয়র জোয়াও ক্যাম্পোস শহরের বেশ কয়েকটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করেছেন। এছাড়া ভূমিধসের কারণে ৯০টিরও বেশি পরিবারকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ১৭
রেসিফ মেট্রোপলিটন এলাকার কমপক্ষে ১৮টি পৌরসভা বন্যায়ি পাম্পিং সমস্যার কারণে সুপেয় পানি বিতরণ করার ঘোষণা দিয়েছে।
মেয়রের কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কারণে রেসিফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৩২৫ দিন আগে