বিশ্ব
ইরানে সাময়িক মুক্তি পেল নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। ক্যান্সারের উদ্বেগ মোকাবিলায় একটি জটিল অস্ত্রোপচারের পর তাকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ইরানের একটি কারাগার থেকে নোবেল জয়ী নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকরা।
তেহরানের ফুটেজে দেখা গেছে, উন্মুক্ত কালো চুল এবং কাপড় দিয়ে ডান পা ঢাকা অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের হচ্ছেন মোহাম্মদী। রাস্তায় নেমে চিৎকার করে বলেন, ‘হ্যালো স্বাধীনতা! নারী, জীবন, স্বাধীনতা! স্বাধীনতা আমাদের অধিকার! স্বাধীনতা দীর্ঘজীবী হোক!’
মোহাম্মদীর সমর্থনদের তথ্যমতে, তিনি ২১ দিনের সাময়িক মুক্তি পেয়েছেন। পরে আবারও তাকে সাজা ভোগ করতে কারাগারে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে। নার্গিসের সমর্থকরা তার স্থায়ী মুক্তির আহ্বান জানালেও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তার চিকিৎসা ছুটির কথা স্বীকার করেনি।
সমর্থকরা যুক্তি দিয়ে বলেছেন যে, ৫২ বছর বয়সী মোহাম্মদীর সঠিকভাবে নিরাময়ের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে কমপক্ষে তিন মাস থাকা প্রয়োজন। একই সঙ্গে তারা বলেছে, শান্তিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে সাজা দেওয়া অন্যায় ছিল বলে জোর দেন তারা।
মোহাম্মদী বর্তমানে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচারণা ছড়ানোর অভিযোগে ১৩ বছর ৯ মাসের সম্মিলিত কারাদণ্ড ভোগ করছেন। বারবার গ্রেপ্তার এবং দীর্ঘায়িত কারাবাস সত্ত্বেও তিনি মাহসা আমিনির মৃত্যুর পরে ২০২২ সালের নারী নেতৃত্বাধীন বিক্ষোভকে সমর্থন করেন। মানব ও নারী অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছেন তিনি। তার সময় অনেক নারী ইরানে হিজাবের বাধ্যবাধকতা অমান্য করেছিলেন।
কারাবাসের সময় নার্গিস মোহাম্মদীর স্বাস্থ্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে একাধিক হার্ট অ্যাটাক এবং জরুরি অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছেন তার সমর্থকরা।
চলতি মাসের শুরুতে তার আইনজীবী জানান, ক্যান্সার সন্দেহে একটি হাড়ের ক্ষতের কারণে তার সাম্প্রতিক অস্ত্রোপচারের করা হয়।
রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের রেবেকা ভিনসেন্ট মোহাম্মদীর সাময়িক মুক্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন। এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন তিনি। তবে বাড়িতে পর্যাপ্ত চিকিৎসার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
ভিনসেন্ট বলেন, 'আমরা তার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইরানি কর্তৃপক্ষকে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
মোহাম্মদীর মুক্তি ইরানে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অসন্তোষের সঙ্গে মিলে গেছে। দেশটিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে বিক্ষোভ শুরু হতে থাকে। পরে সরকার এসব বিক্ষোভ দমন করতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি পুনরায় শুরু করার বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা দেশটির চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন: হিজাব ইস্যু: মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
৩৮৯ দিন আগে
বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
প্রবল বন্যায় মালয়েশিয়া এবং দক্ষিণ থাইল্যান্ডে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। উভয় দেশ আরও প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটির পূর্ব উপকূলে পাঁচ দিনের অপ্রত্যাশিতভাবে কেলানতান ও তেরেঙ্গানুতে ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বন্যায় বিস্তীর্ণ ধানখেত ডুবে গেছে। এতে কৃষকদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্রমবর্ধমান পানির কারণে আটকে পড়াদের উদ্ধার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে নৌকা ব্যবহার করে।
আরও পড়ুন: ‘সারা’র প্রভাবে হন্ডুরাসের উত্তর উপকূলে বন্যা ও ভূমিধসের সতর্কতা
বন্যার পানি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় নিজের জিনিসপত্র বাঁচানোর চেষ্টার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন কেলানতানের টুমপাট জেলার শ্রমিক আইয়ুব ওথমান।
আরেকজন গ্রামবাসী আসমাহ ইব্রাহিম তার বাড়ি মেরামতের আর্থিক বোঝা নিয়ে হতাশা প্রকাশ করেন। বাড়ি মেরামতে অন্তত ৪০ হাজার রিঙ্গিত (৯ হাজার ডলার) খরচ হবে বলে ধারণা করছেন তিনি।
আনোয়ার সংসদে বলেন, বন্যা সম্পর্কিত অবকাঠামো মেরামতের পরিমাণ ১ বিলিয়ন রিঙ্গিত (২২৪ মিলিয়ন ডলার) হতে পারে। বন্যায় যাদের সম্পদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত কমলেও আবহাওয়াবিদরা রবিবার থেকে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
আরও পড়ুন: সুমাত্রা দ্বীপে ভূমিধস-বন্যায় নিহত ১৬
ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকাংশই কেলানতান ও তেরেঙ্গানু। এই বন্যায় মালয়েশিয়ায় ছয়জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, বন্যায় তিন লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল ও ৯৮টি স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়া ৩৪ হাজার ৩৫৪ জন মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাত মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকারী দল এবং সরঞ্জাম মোতায়েন করছে।
বন্যার কারণে পর্যটন খাতেও ধস নেমেছে। মালয়েশিয়ার কর্মকর্তারা সতর্কতামূলকভাবে দক্ষিণ থাইল্যান্ডের জনপ্রিয় অবকাশ যাপনের গন্তব্যগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
৩৯০ দিন আগে
থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনও ছয়টি প্রদেশ পানিতে নিমজ্জিত রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় থাইল্যান্ডের ১০টি প্রদেশের ৬ লাখ ৬৪ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৯ হাজার বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
থাই সরকারের ডেপুটি মুখপাত্র সাসিকর্ন ওয়াথানাচান জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে আর্তদের সহায়তায় দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ জোরদার, জনস্বাস্থ্য কর্মী ও পরিবহনের পাশাপাশি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাঝারি মাত্রার উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং দক্ষিণ চীন সাগরের নিম্নাঞ্চল, দক্ষিণ থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপর দিয়ে অগ্রসর হওয়া একটি নিম্নচাপের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলের নিম্ন এলাকার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের আগামী কয়েকদিন আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
৩৯১ দিন আগে
দক্ষিণ কোরিয়ায় ভিয়েতনামের ৩৮ পর্যটক নিখোঁজ
দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট দ্বীপ জেজু থেকে ৩৮ জন ভিয়েতনামি পর্যটক নিখোঁজ হয়েছেন।
গত ১৪ নভেম্বর ভিয়েতজেট এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে অন্তত ৯০ জন ভিয়েতনামি পর্যটক দ্বীপটিতে পৌঁছেছিলেন। তাদের মধ্যে ৩৮ জন সফরসূচির শেষ স্টপেজে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফিরতি ফ্লাইটে উঠতে ব্যর্থ হয়ে নিখোঁজ হন।
সাধারণত ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত বিদেশিরা দ্বীপটিতে থাকতে পারেন। ফলে ১৪ ডিসেম্বরের পর ভিয়েতনামের পর্যটকরা অবৈধ অভিবাসীতে পরিণত হবেন।
দ্বীপটির অভিবাসন অফিস নজরদারি সিসি ক্যামেরা পরীক্ষা করে তাদের অবস্থান জানার চেষ্টা করছে।
৩৯১ দিন আগে
ইউক্রেনকে আরও ৭২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে দেশটিকে আরও ৭২৫ মিলিয়ন বা ৭২ কোটি ৫০ লাখ ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ প্যাকেজে থাকা রসদের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সক্ষমতা, রকেট সিস্টেম এবং আর্টিলারি ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র।
গত ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবেন বলে ঘোষণা দেওয়ার পর এই তথ্য প্রকাশ করা হলো।
সোমবার মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
৩৯১ দিন আগে
২০ জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অর্থাৎ আগামী ২০ জানুয়ারির মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,২০০ জনেরও বেশি লোক নিহত হন। এছাড়া ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প সেসব বন্দিদের মুক্তির বব্যস্থা নিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে সমালোচনা করেন।
ট্রাম্প বন্দিদের পরিস্থিতির নিন্দা জানিয়ে তাদের প্রতি আচরণকে সহিংস ও অমানবিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, তাদের মুক্তি না দিলে অভূতপূর্ব প্রতিশোধ নেওয়া হবে এবং অপহরণের জন্য দায়ীদের কঠোর পরিণতি হবে।
সম্প্রতি হামাস একটি ভিডিও প্রকাশ করে। তাতে ২০ বছর বয়সি ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে দেখা যায়। গত বছরের ৭ অক্টোবরের হামলার সময় তাকে অপহরণ করা হয়। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আলেকজান্ডার নিজের মুক্তির আবেদন জানান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ট্রাম্পের উদ্দেশ্যে বার্তা দেন।
নেতানিয়াহু বন্দিদের মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া চলছে। তা সত্ত্বেও যুদ্ধ শুরুর এক বছরেরও বেশি সময় পরে এটি নাগালের বাইরেই রয়ে গেছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযানও অব্যাহত।
এদিকে, নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এরই মধ্যে লঙ্ঘন করেছে ইসরায়েল।
সোমবার হিজবুল্লাহ দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকর এবং হিজবুল্লাহর যেকোনো লঙ্ঘনের জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।
৩৯১ দিন আগে
গাজায় ইসরায়েলি অভিযানে ৩৩ জিম্মি নিহত: হামাস
সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৩৩ জন ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'একগুঁয়েমি ও অব্যাহত আগ্রাসন বন্দিদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে' বলে মন্তব্য করেছে হামাস।
নেতানিয়াহুর উদ্দেশে হামাস এক বক্তব্যে বলে, 'উন্মত্ত যুদ্ধ' অব্যাহত থাকলে 'আপনি আপনার বন্দিদের চিরতরে হারাতে পারেন। খুব দেরি হওয়ার আগেই ব্যবস্থা নিন।’
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার গাজায় এক ইসরায়েলি বন্দিকে আটক রাখার একটি ভিডিও প্রকাশ করে। ওই নাগরিকের মার্কিন নাগরিকত্বও রয়েছে। এর দু'দিন পরে হামাসের এই ভিডিও এসেছিল।
আরও পড়ুন: উত্তর গাজায় ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের
এডান আলেকজান্ডার বলেন, তাকে ৪২০ দিনেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল। ইসরায়েলি সরকার ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গাজার বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্য আগে গাজায় জিম্মি ছিল বলে মনে করা হতো। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, এখন তাকে মৃত মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী ওই সেনাকে ক্যাপ্টেন ওমর ম্যাক্সিম নিউট্রা (২১) বলে শনাক্ত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় নিহত হয় তিনি। এতে আরও বলা হয়, তার মরদেহ গাজায় হামাস আটকে রেখেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিউইয়র্কে জন্মগ্রহণকারী নিউট্রা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে তালিকাভুক্ত হন এবং ৭৭তম ব্যাটালিয়নে ট্যাংক প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল সীমান্তে হামাস আক্রমণ করে। সে সময় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় হামাসের ওপর আক্রমণ চালায়।
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।
হামাস পরিচালিত গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানায়, গত ৫ অক্টোবর গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
৩৯১ দিন আগে
মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলে রাস্তার পাশে একটি খাবারের দোকানের সামনে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
কার্টেল (মাদকের সঙ্গে জড়িত অপরাধী) অধ্যুষিত গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটররা জানান, শনিবার রাতে আপাসিও এল গ্রান্দে শহরে গুলি করে হত্যার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ থেকে ১১ লাশ উদ্ধার
দোকানটির বাইরে আটজন মানুষ নিহত হন। সেখানে একটি ঐতিহ্যবাহী দুধের তৈরি ফাজ বিক্রি করা হচ্ছিল। আক্রমণে আরও একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন।
রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স ও প্যারামেডিক এজেন্সি জানায়, শনিবার রাতে একজন জরুরি মেডিকেল টেকনিশিয়ান মারা গেছেন। তবে তিনি হামলায় নিহতদের একজন কি না তা নিশ্চিত করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, স্টলের বাইরে পার্ক করা মোটরসাইকেল এবং মাথার ক্ষত নিয়ে কয়েকজনের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আপাসিও এল গ্রান্দে শহর এবং এর সিস্টার কমিউনিটি আপাসিও এল আল্টোতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতপূর্ণ মাদক কার্টেলগুলোর সঙ্গে এসব ঘটনা সম্পর্কিত। অন্তত ২০১৮ সাল থেকে ওই এলাকার বার, ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক বন্দুক হামলা হয়েছে।
শিল্প ও কৃষি কেন্দ্র গুয়ানাজুয়াতোয় কয়েক বছর ধরে মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। জালিসকো কার্টেল এবং স্থানীয় সান্তা রোসা ডি লিমা গ্যাং রাজ্যে কয়েক বছর ধরে লড়াই করছে।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
৩৯২ দিন আগে
জর্জিয়ায় ইইউ আলোচনা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, আহত ৪৪
জর্জিয়া সরকার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণার পর শনিবার তিবলিসিতে টানা তৃতীয় রাতের মতো বিক্ষোভ ছড়িয়ে করেন বাসিন্দারা। এ সময় ৪৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৭ জন বিক্ষোভকারী, ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং একজন সাংবাদিক রয়েছেন।
হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়ার পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করেন এবং আতশবাজি ফোটান। ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা বিদজিনা ইভানিসভিলির কুশপুত্তলিকাও পোড়ান। এধিকে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সরকারের প্রতিরক্ষা
প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার ইউরোপীয় সংহতি প্রচেষ্টা পরিত্যাগের অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা যা প্রত্যাখ্যান করেছি, তা কেবল লজ্জাজনক ও অপমানজনক ছিল।’
এই বিক্ষোভের জন্য বিরোধী রাজনীতিবিদদের দায়ী করেন কোবাখিদজে এবং আইন লঙ্ঘনের জন্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
আরও পড়ুন: কপ২৯: স্বল্পোন্নত-ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ
কোবাখিদজে জর্জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কৌশলগত অংশীদারিত্ব স্থগিত করার ঘোষণাকেও খাটো করে দেখেছেন। এটিকে বিদায়ী প্রশাসনের একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য ছিল আসন্ন ইউএস নেতৃত্বের জন্য ট্রানজিশনকে জটিল করে তোলা।
যুক্তরাষ্ট্র ও ইইউ সমালোচনা
ইউরোপীয় ইউনিয়ন রবিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস এবং সম্প্রসারণ কমিশনার মার্তা কোস জর্জিয়ার সিদ্ধান্তের নিন্দা করেছেন। তারা এই পদক্ষেপকে বেশিরভাগ জর্জিয়ানের ইউরোপীয় সমর্থনের আকাঙ্ক্ষা থেকে একটি বিচ্যুতি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে কর্তৃপক্ষকে গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের করার অধিকারকে সম্মান করার আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পর এসব বিক্ষোভ শুরু হয়। এর আগে বিতর্কিত "ফরেন ইনফ্লুয়েন্স" আইন পাসের পর জর্জিয়ার জন্য আর্থিক সহায়তা স্থগিত করেছিল এটি। সমালোচকরা দাবি করেন এটি গণতান্ত্রিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা স্থগিতের জন্যও সমালোচনা করেছে। তারা জর্জিয়ায় গণতান্ত্রিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন জানিয়েছে।
বিরোধীদের নির্বাচনের আহ্বান
জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে ২৬ অক্টোবরের সংসদীয় নির্বাচনে রাশিয়ার সমর্থন এবং ভোট কারচুপির অভিযোগ করেছেন বিরোধী নেতারা। তাদের দাবি, এই নির্বাচন জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করেছে।এর ফলস্বরূপ ব্যাপক বিক্ষোভ ও সংসদ বর্জন করেন বিরোধীরা।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়ার পশ্চিমা সমর্থক প্রেসিডেন্ট স্যালোমে জৌরাবিখভিলি সরকারের বিরুদ্ধে দেশের গতিপথ ‘আধা রুশ’ রাষ্ট্রে পরিণত করার অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘আমরা নতুন নির্বাচন চাই, তবে সেখানে যেন মানুষের ইচ্ছাকে পুনরায় বিকৃত বা চুরি না করা হয়।’
ইউরোপীয় আকাঙ্ক্ষা ঝুঁকিতে
ব্লকের সুপারিশ মেনে চলার শর্তে ২০২৩ সালের ডিসেম্বরে জর্জিয়াকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। তবে, এই বছর শুরুর দিকে গণতান্ত্রিক অবক্ষয়ের উদ্বেগের মধ্যে দেশটির সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত করা হয়।
বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ এবং গণতান্ত্রিক সংস্কারের প্রতি নতুন প্রতিশ্রুতির দাবি জানিয়েছেন।
উত্তেজনা অব্যাহত থাকায় সংকট মোকাবিলা এবং গণতান্ত্রিক নীতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক এবং দেশীয় চাপের মুখোমুখি হচ্ছে জর্জিয়ার সরকার।
সূত্র: এজেন্সি
আরও পড়ুন: ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
৩৯২ দিন আগে
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৭ জন নিহত, নিখোঁজ শতাধিক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার নদীতে একটি খাদ্য বাজারে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু জানিয়েছেন, শুক্রবার প্রায় ২০০ যাত্রী নিয়ে কোগি প্রদেশ থেকে পাশের নাইজারে প্রদেশে যাচ্ছিল নৌকাটি।
কোগি প্রদেশের জরুরি সেবা বিভাগের মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা নদী থেকে ২৭টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও কাউকে জীবিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
তবে কেন এই নৌকাডুবি ঘটল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে নৌকায় উপচে পড়া ভিড় একটি সাধারণ বিষয়। ভালো রাস্তার অভাবে অনেকের কাছে নৌপথের বিকল্প নেই।
৩৯৪ দিন আগে