������������������
একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিন্নাত বরকতুল্লাহ মারা গেছেন
বাংলাদেশি নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিন্নাত বরকতুল্লাহ বুধবার বিকালে মারা গেছেন। বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় জিন্নাত বিকাল ৪টা ৪৫ মিনিটে তার ধানমন্ডির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে তার মেয়ে ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।
প্রখ্যাত নৃত্যশিল্পী এই বছরের মার্চ মাসে ফুসফুসের সংক্রমণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং পাঁচ দিন নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ছিলেন।
এর আগে ২০২০ সালে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর তিনি বেশ কয়েকটি জটিলতায় ভুগছিলেন। যার মধ্যে তিনটি ব্রেন স্ট্রোক, স্লিপ অ্যাপনিয়া, উচ্চ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের মামলার শুনানি শুরু আপিল বিভাগে
তার স্বামী ও বাংলাদেশ টেলিভিশনের প্রখ্যাত প্রযোজক মো. বরকতুল্লাহ ২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।
বর্ণাঢ্য কর্মজীবনে জিন্নাত বরকতুল্লাহ ২০০২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (বিএসএ) প্রযোজনা বিভাগের পাশাপাশি নৃত্য ও সংগীত বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পারফর্মিং আর্ট একাডেমিতে যোগ দেন এবং বুলবুল ললিতকলা একাডেমি থেকে ছয় বছরের ডিপ্লোমাও অর্জন করেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে তিনি কত্থক, ভারতনাট্যম, মণিপুরি ও লোকনৃত্যের ফর্ম্যাটে প্রশিক্ষণ নিয়েছেন। ১৯৮০ সালে বিটিভি নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে আত্মপ্রকাশের পর তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ৮০টিরও বেশি নাটকে অভিনয় করেন।
নৃত্য ও অভিনয়ের ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার, নাট্যসভা পুরস্কার, বাচসাস পুরস্কার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন।
নৃত্যে অসামান্য অবদানের জন্য জিন্নাত বরকতুল্লাহকে ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দিয়ে সম্মানিত করা হয়।
আরও পড়ুন: ‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
জানা গেল রাজ-পরীর বিচ্ছেদের কারণ
তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিয়ে বিচ্ছেদের কারণ অবশেষে জানালেন তার আইনজীবী মো. শাহীনুজ্জামান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে তালাকের চিঠি পাঠিয়েছেন পরীমনি। আর কারণ হিসেবে জানানো হয়, রাজের আচরণের কারণে অতিষ্ঠ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিরতির পর ফিরছেন পরীমণি
বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পরীমণির আইনজীবী আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। আর পরীমণি প্রত্যক্ষভাবে এর প্রমাণ পেয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়েই প্রেমে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর গোপনে বিয়েও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
আরও পড়ুন: পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
পরী ও রাজের বিবাহবিচ্ছেদ!
তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। ২ তারকার ঘনিষ্ঠ সূত্রে খবরটি উঠে এসেছে গণমাধ্যমে।
জানা যায়, রবিবার (১৭ সেপ্টেম্বর) বিবাহবিচ্ছেদ হয় তাদের।
তবে এই বিচ্ছেদের ইঙ্গিত পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (সইয়ের ইমোজি)। আল্লাহ ভরসা।’
তবে এ নিয়ে এখন পর্যন্ত পরী বা রাজ কারো পক্ষ থেকে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরী-রাজ। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমণি
প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
‘ঘুড্ডি’ পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকি মারা গেছেন
প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা-চিত্রনাট্যকার-লেখক এবং দেশের চলচ্চিত্র শিল্পের পথিকৃৎ সৈয়দ সালাহউদ্দিন জাকি ইন্তেকাল করেছেন।
সোমবার রাতে ঢাকার ইউনাইডেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে মারা যান তিনি।
একুশে পদক এবং জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ১৯৮০ সালের সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’-এর জন্য ব্যাপকভাবে সম্মানিত হন।
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ জানান, রাত ১১টা ৫৩ মিনিটে হাসপাতালের চিকিৎসকরা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাত ও ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য জাকিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মান্নার শেষ সিনেমা মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর
তার দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ছেলে ও মেয়ে কানাডা থেকে বাংলাদেশে ফেরার পর নেওয়া হবে বলে সূত্র জানায়।
জাকির ঘনিষ্ঠ পরিচিতদের সঙ্গে দেশের চলচ্চিত্র সম্প্রদায়ের সেলিব্রিটি এবং সদস্যরা, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার জন্য তাদের শোক এবং ভালবাসা প্রকাশ করছেন।
আরও পড়ুন: পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
১৯৪৬ সালের ২৬ আগস্ট টাঙ্গাইলে জন্মগ্রহণকারী সৈয়দ সালাহউদ্দিন জাকির প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ মুক্তি পায় ১৯৮০ সালে। এতে অভিনয় করেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা।
সমালোচকদের কাছে প্রশংসিত ছবিটি এখনও প্রয়াত লাকি আখন্দের রচিত বেশ কয়েকটি গানের জন্য স্মরণীয় হয়ে আছে। এর মধ্যে রয়েছে ‘আবার এলো যে স্বপ্ন,’ ‘কে বাশি বাজায় রে,’ এবং ‘ঘুম ঘুম’।
জাকি ‘লাল বেনারসি’ এবং ‘আয়না বিবির পালা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন।
তিনি বিএফডিসিতে অপারেটিভ ডিরেক্টর হিসেবে এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
জাকি ‘ঘুড্ডি’ -এর জন্য শ্রেষ্ঠ সংলাপের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। দেশের চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব ২০২৩-এর পর্দা উঠছে
তরুণ ইউরোপিয়ান ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শন করে রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইউরোপীয় চলচ্চিত্র উৎসব।
‘এ সেলিব্রেশন অব ইউরোপিয়ান অ্যান্ড বাংলাদেশি ইয়ং সিনেমা’- ট্যাগলাইন নিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আয়োজিত এই উৎসবের প্রধান সহযোগী হিসেবে দৈনিক প্রথম আলো পত্রিকা।
রবিবার সন্ধ্যায় ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির পরিচালনায় একটি চমকপ্রদ আলোচনা পর্বের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আরও পড়ুন: আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
'চলচ্চিত্রে তারুণ্য'- শীর্ষক আলোচনায় অংশ নেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরীফ, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিজ্যুয়াল নৃবিজ্ঞান ক্লাবের সাবেক সভাপতি ও চলচ্চিত্র কর্মী সিমিন ইবনাত ধরিত্রী।
প্যানেল আলোচনায় সাজ্জাদ শরীফ বলেন, ‘আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এমন একটি আনন্দময় সময়ে এই উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তরুণ চলচ্চিত্র নির্মাতারা সমাজের অজানা অভিজ্ঞতা উপস্থাপন করে নতুন ভাষার সন্ধান করছেন। তারা আমাদের সিনেমার বাধাগুলো পরিবর্তন করার জন্য উন্মুখ। এই ধরনের উৎসব আমাদের গাইড করতে এবং সাহায্য করতে পারে।’
চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমি যখনই আমাদের নতুন প্রজন্মের লোকদের জিজ্ঞেস করি, তাদের অধিকাংশই বলে যে তারা দেশ ছেড়ে চলে যেতে চায়। আমাদের এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে দেশে তারা তাদের প্রতিভা দিয়ে উন্নতি করতে পারে। যদি আমাদের সিনেমা আমাদের গল্প বলতে না পারে বা আমাদের জীবন এবং আমাদের নিজস্ব প্রেক্ষাপটের সঙ্গে অনুরণিত না হতে পারে, তবে এই সমস্যাটি আমাদের মাঝে থেকেই যাবে এবং আমাদের নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের গাইড করার জন্য আমাদের বিশ্বব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষক-সহযোগীদের সমর্থন প্রয়োজন।’
সাইমন ইবনাত ধরিত্রী বলেন, তরুণদের জীবনে সিনেমার প্রভাব খুবই প্রবল এবং সিনেমা দর্শকদের বিনোদনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রেও কার্যকর হতে পারে।
উদ্বোধনী প্যানেল আলোচনার পর ডাচ চলচ্চিত্র ‘ম্যালি ক্যান ফ্লাই’ প্রদর্শনের মাধ্যমে উৎসবের চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়।
এরপর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বাংলাদেশে ইইউ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ, অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ সহযোগী আয়োজকদের ধন্যবাদ জানান।
এর আগে উৎসব কর্তৃপক্ষ সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে একটি 'মাস্টারক্লাস' আয়োজন করেছিল।
গত শুক্র ও শনিবার পরিচালক সৈয়দা নিগার বানু, চিত্রগ্রাহক অপু রোজারিও এবং চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং পিপলু আর খান ঢাকার ব্রিটিশ কাউন্সিলে মাস্টারক্লাস পরিচালনা করেন।
রবিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রশিক্ষককে সম্মাননা দের ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
উৎসবের অংশ হিসেবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং চলচ্চিত্র নির্মাতাদের তিনটি বিভাগে সম্মানিত করা হয়। তরুণ পরিচালক মোস্তফা মনোয়ার তার ‘যাত্রী’ ছবির জন্য সেরা গল্পের পুরস্কার পেয়েছেন এবং ‘আশ্লেষা’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আকিব মাহমুদ।
উৎসবে মেহেদী হাসান জোসেফের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোস্টার’ সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় এবং চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি।
২৩শে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ডি ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট, ডাচ ক্লাব, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
বিরতির পর ফিরছেন পরীমণি
নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বলিউডে অভিষেকের খবর এরইমধ্যে ভক্তদের জানা। তবে অপেক্ষা ছিল কবে বাংলাদেশের এই তারকাকে দেখা যাবে পর্দায়। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই।
আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’।
এরইমধ্যে প্রকাশ হয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। যেটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন বাঁধন। আর ট্রেলারে কয়েক ঝলক দেখা গেল এই তারকাকে।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
বিশাল ভরদ্বাজ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ অনেকে।
২০২১ অক্টোবরে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাঁধন।এতে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে বাঁধন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় কাজ ও টাবুর সঙ্গে পর্দা ভাগাভাগি পুরোটাই আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ ছিল। বাকিটা দর্শক পর্দায় আমাকে দেখার পর বলতে পারবেন।’
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
বিরতির পর ফিরছেন পরীমণি
ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই লাস্যময়ী নায়িকা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে পরীমণি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে।
দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প' শিরোনামে সিনেমা দিয়ে দুই বছরের বিরতি পেরিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) পরীমণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আগেরদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন গুরুত্বপূর্ণ ভেঙে বলেননি।
আরও পড়ুন: পরীমণির বিছানা ও বালিশে রক্তের দাগ
নিজের ফেসবুকে পরীমণি লেখেন- কালকের (রবিবার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!
মূলত ‘ডোডোর গল্প’র জন্যই দিনটি তার কাছে স্পেশাল। এদিন রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে সে কথা নিজেই জানিয়েছেন পরী। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
পরীমণির বিপরীতে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।
‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি গণমাধ্যমে বলেন, অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে।
এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।
পরী আর বলেন, 'অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবে চিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।'
সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।
সিনেমার চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, নেওয়াজ, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: পরীমণির মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে হবে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার হতাশা প্রকাশ করলেন চিত্রনায়ক ওমর সানি।
এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।'
অনেকদিন অভিনয়ের বাইরে রয়েছেন ওমর সানি। এই সময়ে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
আর সেই কারণে বাজারের নিয়মিত খোঁজ রাখছেন এই তারকা। সেই উপলব্ধি থেকে তার ফেসবুক পোস্ট।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
ঢালিউডের সিনেমায় প্রথমবার চুক্তিবদ্ধ হন টলিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে কিছুদিন আগে শুটিংও করতে আসেন তিনি। তবে কাজ শেষ না করেই নিজ দেশে ফিরে যান এই তারকা। সিনেমার নৃত্য পরিচালক কর্তৃক হয়রানির বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
শুধু তাই নয়, প্রযোজকের অব্যবস্থাপনার জন্যও শুটিং ছেড়ে যান সায়ন্তিকা। এবার এ নিয়ে ভারতে এক সংবাদমাধ্যমে কথা বলেছেন এই নায়িকা।
তিনি জানান, ‘ছায়াবাজ’ সিনেমার নৃত্যপরিচালক মাইকেল তাকে হয়রানি করেছেন। সেখানে তিনি বলেন, ‘প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তারপর মাইকেল নামক বাচ্চা ছেলেটি আসে।’
সায়ন্তিকা আরও বলেন, ‘আমি একজন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। আমার অনুমতি ছাড়া মাইকেল হাত ধরে আমাকে সরাতে যায়। তখন আমি সবার সামনেই বাধা দিই।’
সিনেমা প্রযোজকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। ওর কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’
‘ছায়াবাজি’র কাজ শেষ করতে চান সায়ন্তিকা। তবে সেটি সঠিক ব্যবস্থাপনায় হতে হবে।
তাজু কামরুলের পরিচালনায় এই সিনেমায় সায়ন্তিকার সঙ্গে জুটি বাঁধেন জায়েদ খান।
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গানের শিরোনাম ‘হাওয়াই মিঠাই’।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব। সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।
গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া গণমাধ্যমে বলেন, ‘গতবার সোলস অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি করেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর আরোপ করা হয়। এটি একটি ব্যাতিক্রমী গান হয়েছে’।
বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকসা, যদি দেখো।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন