চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানকে হারিয়ে চলতি মৌসুমের অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের শিরোপাজয়ের আরও কাছাকাছি পৌঁছেছে ঢাকা আবাহনী।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে ঢাকা মোহামেডানকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আবাহনী। এর ফলে টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের।
বিপিএলের ষষ্ঠ রাউন্ড শেষে ফর্টিস এফসি ১৩, বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৯, পুলিশ এফসি ৮ ও মোহামেডান এসসি ৬ পয়েন্ট অর্জন করেছে।
গত বুধবার বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা মিশনকে সহজ করে ফেলে আবাহনী। এখন চ্যাম্পিয়ন হতে বাকি দুই ম্যাচে তাদের দুটি ড্রই যথেষ্ট।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০ আগস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
এর আগে, ফর্টিস এফসিকে ২-০ ব্যবধানে হারানোর পর শেখ জামালের বিপক্ষে ২-১, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০, রহমতগঞ্জের বিপক্ষে ৪-১ এবং বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জেতে দলটি।
এদিন প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল করলে ম্যাচটি ৩-১ ব্যবধানে শেষ হয়।
দলের হয়ে আবাহনীর স্যামুয়েল রাকসাম, ইয়াসিন আরাফাত এবং মিলন হোসেন একটি করে গোল করেন। অপরদিকে, মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সাজিদ আহমেদ।