বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। এ সময় ৩টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ৮ দশমিক ২ ওভার শেষে প্রাথমিক সাফল্য অর্জন করে। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রান যোগ করে শক্ত সূচনা এনে দেন। সাকিবের বলে জাদরান ২২ রানে গুটিয়ে যান।
১০০ রানের মাইলফলক অতিক্রম করার পর পর আফগানিস্তানের উইকেট পড়ে যায়। মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে ৪৭ রান করে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন রহমানউল্লাহ।
সাকিব ৮ ওভারে ৩ উইকেট নিয়ে ৩০ রান দেন এবং মেহেদী ৯ ওভারে ৩ উইকেট নিয়ে ২৫ রান দেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২টি ও মুস্তাফিজুর ১টি উইকেট নেন।
মাঠেও বাংলাদেশের ভালো দিন কেটেছে। তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয় দুটি করে এবং লিটন দাস একটি করে ক্যাচ নেন।
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে বাংলাদেশের এখন প্রয়োজন ১৫৭ রান।
উল্লেখ্য, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।