প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে ইতিহাস গড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক পর্যালোচনার পর এই ঘোষণা দেওয়া হয়েছে।
আইসিসির জেনারেল ম্যানেজার ক্রিকেটার ওয়াসিম খান (চেয়ারম্যান), সঞ্জয় মাঞ্জরেকার (সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার), টনি হিল (অবসরপ্রাপ্ত আম্পায়ার) এবং মাইক রিলেকে (পরামর্শক কর্মকর্তা বিশেষজ্ঞ) নিয়ে গঠিত একটি নির্বাচক প্যানেল শরফুদ্দৌলাকে পদোন্নতির জন্য বাছাই করেছেন।
আরও পড়ুন: নারী ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে সহজেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়
২০০৬ সালে আন্তর্জাতিক প্যানেলে যোগদানের পর থেকে শরফুদ্দৌলার ১০টি পুরুষ টেস্ট ম্যাচ, ৬৩টি পুরুষ ওয়ানডে, ৪৪টি পুরুষ টি-টোয়েন্টি, ১৩টি নারী ওয়ানডে এবং ২৮টি নারী টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।
তিনি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ (২০১৭ এবং ২০২১), আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এবং আইসিসি নারী টি২০ বিশ্বকাপ ২০১৮ এর মতো বড় টুর্নামেন্টেও অংশ নিয়েছেন।
তিনি বলেন, 'আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়াটা অনেক সম্মানের। এই প্যানেলে আমার দেশ এটিই প্রথম। তাই এটিকে আরও বিশেষ পাওয়া। আমার প্রতি তারা যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমাকে ও আমার অন্য সতীর্থদের প্রতি তাদের সার্বিক সহায়তা, দিকনির্দেশনা ও সমর্থন করার জন্য আমি আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ জানাই। আমি আমার পরিবার এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই- যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে সমর্থন করেছেন।’
আরও পড়ুন: এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরলেন সাকিব