প্রাক-মৌসুম, এমনকি উয়েফা সুপার কাপের ম্যাচেও রিয়াল মাদ্রিদের যে পারফরম্যান্স, তার ধারেকাছেও ছিল না লা লিগায় মায়োর্কার বিপক্ষে দলটির প্রথম ম্যাচে। ওই ম্যাচের পর দলের রক্ষণভাগের পারফরম্যান্সকে দুষলেন কোচ কার্লো আনচেলত্তি।
রবিবার (১৮ আগস্ট) রাতে মায়োর্কার মাঠ থেকে কোনোমতে ১-১ গোলের ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে রদ্রিগোর দারুণ এক গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে আধিপত্য ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। ভেদাত মুরিচির অসাধারণ এক হেডারে ঠিকানা খুঁজে নেয় বল।
এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়, তবে সেগুলোর একটিও কাজে লাগাতে পারেনি কেউ। ফলে ম্যাচ শেষে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১ পয়েন্ট পেয়ে উল্লাস করেন মায়োর্কার খেলোয়াড়রা। অন্যদিকে, প্রত্যাশিত তিন পয়েন্ট না পেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে খোলাখুলি কথা বলেন আনচেলত্তি, ‘আজকে আমি মোটেই সন্তুষ্ট নই। আমার মনে হয়, আমরা এর চেয়ে অনেক ভালো করতে পারতাম।’
‘খেলায় আমাদের আরও মনোযোগী হতে হবে, দলগতভাবে আরও ভালো খেলতে হবে। এটা শারীরিক সমস্যা নয়, সমস্যাটি মানসিক।’
হারসম এই ড্রয়ের পর কোনো অজুহাত খুঁজতে চাননি রিয়াল বস। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল; মাঠে আরও বেশি তাড়না দেখানো উচিৎ ছিল। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ম্যাচে এটি স্পষ্ট হয়েছে যে, আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে।’
এসময় রক্ষণভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘আক্রমণভাগে কিলিয়ান (এমবাপ্পে), রদ্রিগো, ভিনি (ভিনিসিউস) ও বেলিংহ্যামের মতো ফুটবলার থাকায় আমাদের সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে। ডিফেন্ডারদের নতুন এই সিস্টেমে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে, রক্ষণে আরও শৃঙ্খলা আনতে হবে।’
ম্যাচটি রিয়াল মাদ্রিদ অনায়াসেই হারতে পারত জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজেদের ভুলের কারণে ম্যাচটি হারলেও অবাক হওয়ার কিছু ছিল না। তবে এই ম্যাচটি থেকে শিখে আমাদের দ্রুত ভুলগুলো শুধরে নিতে হবে।’
‘আমরা শুরুটা ভালো করেছিলাম, সেকারণে প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলাম। দ্বিতীয় গোলটি করে আরও এগিয়ে যাওয়ার মতো কিছু সুযোগও এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে (খেলায়) আমাদের ভারসাম্য হারিয়ে যায়।’
‘এসময় আমরা বল দখলে নিতে ব্যর্থ হয়েছি, বল হারিয়ে তা পুনরুদ্ধার করতে পারিনি, আর রক্ষণে গিয়ে অবস্থা আরও শোচনীয় হয়েছে।’
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান বলেন, ‘রক্ষণের পুরো বিষয়টিই হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। খেলোয়াড়রা একইরকম ভাবলে খেলায় ভারসাম্য আসে। আর এখানে ভারসাম্য হারিয়ে গেলে শুধু স্ট্রাইকারদের জন্যে নয়, মিডফিল্ডার-ডিফেন্ডার সবার জন্যেই সমস্যা হয়ে দাঁড়ায়।’
সান্তিয়াগো বের্নাবেউতে আগামী রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।