বরুশিয়া ডর্টমুন্ডে ঝলক দেখিয়ে রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। লস ব্লাঙ্কোসদের জার্সিতে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়ে চলেছেন তিনি।
তবে সান্তিয়াগো বের্নাবেউতে পথচলার শুরুর দিকে কোচ কার্লো আনচেলত্তির ‘কৌতুক’ বুঝতে না পেরে মানসিকভাবে ধাক্কা খেয়েছিলেন এই ফুটবলার।
২০২৩ সালের গ্রীষ্মকালীন দলবদলে ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসেন বেলিংহ্যাম। নতুন মৌসুমের শুরুতে সে বছরের আগস্ট মাসে দ্বিতীয় সারির ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে রথারহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড় গোল করেন তার ভাই জোব বেলিংহ্যাম। সেসময় জুডকে নিয়ে রসিকতা করেন আনচেলত্তি।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ডকুমেন্টারি সিরিজ ‘আউট অব দ্য ফ্লাডলাইটের’ প্রথম পর্বে ওই ঘটনা তুলে ধরেন বেলিংহ্যাম।
২১ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘আমরা বের হচ্ছি, এমন সময় আনচেলত্তি আমার কাছে এসে বললেন- আমরা ভুল খেলোয়াড়কে দলে ভিড়িয়েছি। তখন আমি তাকে বললাম- আপনি মজা করছেন, তাই না? তিনি বললেন- না, আমি সত্যিই ওকে (জোব) নিয়ে আসব (মাদ্রিদে)। আমি তখন বললাম- আচ্ছা, তা ওকে কোথায় খেলাবেন? সঙ্গে সঙ্গে আনচেলত্তির জবাব- কেন তোমার জায়গায়!’
‘শুনে তো আমি ভড়কে গিয়েছি। তবে সবশেষে তিনি হেসে দিলেন, আর আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। মনে মনে বললাম- যাক আজকে আর চাপ নেই।’
তবে সত্যি সত্যি নিজের ওপর চাপ বাড়তে দেননি জুড। ওইদিন লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে রিয়ালের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনিও জোড়া গোল করেন।
আরও পড়ুন: ব্যালন দ’র: ভিনিসিউস, বেলিংহ্যামকে ফেভারিট মনে করেন না কারভাহাল
রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে লা লিগায় ক্লাবটির হয়ে সর্বোচ্চ (১৯) গোল করেন বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফুটবলার।