চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন তিনি।
‘এখনও অনেকেই গেইলকে মাঠে দেখতে চায়। খেলার প্রতি আমার এখনও ভালোবাসা এবং মোহ রয়েছে। টি২০ এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যতদিন সম্ভব খেলা চালিয়ে যেত চাই,’ বলেন গেইল।
‘আমি এখনও পৃথিবীর বিভিন্ন স্থানে খেলতে যাই। কারণ আমি মনে করি এখনও আমার অনেক কিছু দেয়ার আছে। আমি শারীরিকভাবে সুস্থ অনুভব করছি এবং আমি নিশ্চিত যে যত দিন যাচ্ছে আমি আরও তরুণ হচ্ছি। আমার ধারণা ৪৫ বছর পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে পারবো,’ মিরপুর জাতীয় অ্যাকাডেমি গ্রাউন্ডে বলেন ৪০ বছর বয়সী গেইল।
১৯৯৯ সালে ক্রিকেট খেলা শুরু করেন গেইল। গত শতাব্দিতে খেলা শুরু করা একমাত্র সংক্রিয় ক্রিকেটার তিনি।
বিপিএলে যোগ দেয়ার পর একটি ম্যাচে অংশ নিয়েছেন গেইল। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ওই ম্যাচে ২৩ রান করেন তিনি। প্রথম দল হিসেবে এবারের আসরের প্লেঅফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।
বিপিএলে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন গেইল। বামহাতি এই ব্যাটসম্যান ১৩৩৮ রান করছেন। যা বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। ক্যারিবিয়ান এই তারকা টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান (১৩১৫২) করার গৌরব অর্জন করেছেন। ২২টি সেঞ্চুরির রেকর্ডও রয়েছে তার।