বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল বড় ইনিংস খেলার খুব কাছেই রয়েছেন বলে মনে করছেন দলটির কোচ সারোয়ার ইমরান।
মিরপুর স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালীন মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
চলতি এ টুর্নামেন্টে এখনও দলের প্রত্যাশা অনুযায়ী বড় ইনিংসের দেখা পাননি আশরাফুল। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ৩৬ রান।
প্রথম ম্যাচে ৯ বলে ৫, পরের খেলায় জেমকন খুলনার বিপক্ষে ২২ বলে অপরাজিত ২৫ এবং তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ বলে ৬ করে আউট হয়ে যান আশরাফুল। তিন ম্যাচের মধ্যে দুটিতেই রান আউট হন তিনি।
রাজশাহীর কোচ সারোয়ার বলেন, ‘আশরাফুল কৌশলগতভাবে তার পুরোনো অবস্থানে ফিরছেন। আমরা তার কাছ থেকে একটি বড় ইনিংসের জন্য অপেক্ষা করছি।’
গত আড়াই মাস ধরে আশরাফুলের সাথে কাজ করা সারোয়ার বলেন, কঠোর পরিশ্রম অব্যাহত রাখলে আশরাফুলের এখনও জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে।