কাড়ি কাড়ি টাকা খরচ করে ইউরোপীয় ট্রফি জয়ের জন্য চারপাশে তারকা ফুটবলারদের বহর যুক্ত করে দিলেও পিএসজিতে সেই স্বপ্ন ছোঁয়া হয়ে ওঠেনি কিলিয়ান এমবাপ্পের। অথচ রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে অভিষেক ম্যাচেই পেয়ে গেলেন ইউরোপীয় শিরোপার স্বাদ।
স্বপ্ন ছুঁতে এর চেয়ে আর ভালো শুরু হতে পারত না ২৫ বছর বয়সী এমবাপ্পের জন্য। ফ্রান্সের জার্সিতে ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ক্লাব ফুটবলে ইউরোপীয় যেকোনো ট্রফির আকাঙ্ক্ষা তার এতদিন অপূর্ণই ছিল। তবে রিয়ালের জার্সি গায়ে খেলতে নেমেই সেই অধরা স্বপ্নের বাস্তবায়ন হয়েছে তার জীবনে।
বুধবার রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ের পথে দ্বিতীয় গোলটি করে লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এমবাপ্পে। প্রথম গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে।
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
এর ফলে ট্রফি জিতে নতুন মৌসুম শুরু করল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগজয়ী দুই দলকে নিয়ে নতুন মৌসুম শুরুর আগে সুপার কাপের ম্যাচ আয়োজন করে থাকে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
এই জয়ে উয়েফা সুপার কাপ জয়ে বার্সেলোনা ও এসি মিলানের সর্বোচ্চ পাঁচবারের রেকর্ড ছাড়িয়ে গেল মাদ্রিদের দলটি।
এছাড়া কোচ হিসেবেও রেকর্ড করেছেন আনচেলত্তি। মোট পাঁচবার (রিয়ালের হয়ে তিনবার, এসি মিলানের হয়ে দুবার) উয়েফা সুপার কাপ জিতলেন তিনি। এর ফলে চারবার সুপার কাপ জেতা পেপ গার্দিওলাকে ছাড়িয়ে গেছেন এই ইতালিয়ান কোচ।