বাংলাদেশের চেয়ে ৬৮ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। অধিনায়ক বিরাট কোহলি ৫৯ এবং আজিঙ্কা রাহানে ২৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
এছাড়া চেতেশ্বর পূজারা ৫৫, রোহিত শর্মা ২১ এবং মায়াঙ্ক আগারওয়াল ১৪ রান করে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগাররা মাত্র ৩০.৩ ওভার খেলতে পেরেছেন।
সাদমান ইসলাম (২৯), লিটন দাস (২৪) এবং নাইম হাসান (১৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ২২ রান দিয়ে ৫টি, উমেশ যাদব ২৯ রান খরচায় ৩টি এবং মোহাম্মদ শামি ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
শুক্রবার দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এ ম্যাচ বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রথম দিবারাত্রির টেস্ট।
ইন্দোরে প্রথম টেস্টে সফরকারীরা মাত্র তিন দিনেই ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হেরে যায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়। আর প্রথম ইনিংসে করেছিল ১৫০ রান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।