বয়স এখনও ১৭ হয়নি, এরইমধ্যে পেশাদার ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন লামিন ইয়ামাল। যখন যেভাবে মাঠে নামছেন, গোল পাচ্ছেন, তা-ই হয়ে যাচ্ছে রেকর্ড। শনিবার ইউরোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেই টুর্মান্টের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, অসাধারণ পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছেন স্পেনের এই বিস্ময়বালক।
অভিজ্ঞতায় ঠাঁসা ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যাধানে হারিয়ে ২০২৪ সালের ইউরো অভিযান শুরু করেছে ১৯৬৪ সালের পর ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৯তম মিনিটে দলকে এগিয়ে নেন অধিনায়ক মোরাতা, এর তিন মিনিটের মাথায় ফাবিয়ান রুইসের অসাধারণ গোলের পর প্রথমার্ধে অতিরিক্ত যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করেন দানি কারভাহাল। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া একটি পেনাল্টি পেলেও উনাই সিমোন তা ঠেকিয়ে দিলে দুই দলের কেউই আর জালের দেখা পায়নি। তাই প্রথমার্ধের ফলাফল নিয়েই শেষ হয় ম্যাচ।
এদিন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও আক্রমণে লামিনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এছাড়া দানি কারভাহাল, রদ্রি, প্রেদ্রি, রবিন লে নরমান্দ ও উইঙ্গার নিকো উইলিয়ামসও প্রত্যাশা অনুযায়ী পারফরম করেছেন। সর্বোপরি, ব্যক্তিগতভাবে আলো ছড়ানোর পাশাপাশি দলগত পারফরম্যান্সের কারণেই তুলনামূলক ভালো খেলা ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাতে সক্ষম হয়েছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
আরও পড়ুন: স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির
ছোট ছোট পাসের টিকিটাকা ছেড়ে স্প্যানিশ ফুটবলকে নতুন চেহারা দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ক্ষুরধার আক্রমণে বলের ওপর বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ না রেখেও প্রতিপক্ষকে বধ করার কৌশল রপ্ত করছেন ফুয়েন্তের শিষ্যরা।
এদিন গোল না পেলেও একটি অ্যাসিস্ট ও পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইউরোতে অংশ নিয়েই ম্যাচসেরা হয়েছেন লামিন ইয়ামাল।