বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ২৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের বোলিং তোপে ১৪৩ রানেই শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত শুরুতে রোহিত শর্মার উইকেট হারালেও বিরাট কোহলি (৭২ রান) ও ধোনির (৫৬ রান) অর্ধশতক আর হার্দিক পান্ডিয়ার ৪৬ রানের সুবাদে ২৬৮ রানের লড়াকু পুঁজি গড়ে। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ নেন সর্বোচ্চ ৩ উইকেটে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ক্রিস গেইলের উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ শামির বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ। ১৪৩ রানে আলআউট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনাটুকুও শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের।
ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার সুনিল অ্যামব্রোস। ৬.২ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট শিকার করেন ভারতের পেসার মোহাম্মদ সামি।
এই জয়ে ৬ ম্যাচের পাঁচটিতে জিতে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে আসরের একমাত্র অপরাজিত দল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ৭ ম্যাচের একটিতে জিতে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩।