নিউক্যাসলের মাঠে গিয়ে ১-১ গোলে ড্রয়ের মতো উলভারহ্যাম্পটনের মাঠেও একইভাবে ড্র করার সম্ভাবনা জাগিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন জন স্টোন্স।
মলিনো স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি।
এদিন ইয়োর্গেন স্ট্রান্ড লারসেনের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। এরপর ৩৩তম মিনিটে দলকে সমতায় ফেরান সিটি ডিফেন্ডার ইয়োশকো গেভারদিওল। এরপর দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে সিটি সমর্থকদের আনন্দে ভাসান স্টোন্স।
৭৮ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচজুড়ে সিটি একক আধিপত্য বিস্তার করলেও সুযোগ পেলে তাদের ছেড়ে কথা বলেনি উলভস। তবে তাদের আক্রমণগুলোর বেশিরভাগই শট নেওয়ার আগেই নিষ্ক্রিয় করে দেন সিটির ডিফেন্ডাররা।
সিটির মোট ২২ শটের সাতটি ছিল লক্ষ্যে, যেখানে মাত্র তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে উলভারহ্যাম্পটন।
আরও পড়ুন: দুর্দান্ত জয়ে নিজেদের রেকর্ড ছুঁয়েছে সিটি
এদিন উলভস গোলরক্ষক জোসে সায়ের কথা বিশেষ করে না বললেই নয়। চোটের কারণে চলতি মৌসুমে দলটির নিয়মিত গোলরক্ষক স্যাম জনস্টোন্সের পরিবর্তে আজ মাঠে নামেন সা। আর নেমেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। তার কল্যাণেই অন্তত পাঁচটি নিশ্চিত গোলবঞ্চিত হয়েছে সিটি। সায়ের দক্ষতার কারণেই সিটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিল উলভস। তবে শেষ মুহূর্তে স্টোন্সের হেডারটিতে প্রকৃতপক্ষে তার করার কিছু ছিল না। ফলে হতাশাই সঙ্গী হয়েছে এই পর্তুগিজ গোলরক্ষকের।