জুনিয়র এএইচএফ কাপ (অনূর্ধ্ব-২১) হকি টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল, অন্যদিকে প্রথম হারের স্বাদ পেল নারী দল।
সিঙ্গাপুরের সেংকাং স্পোর্টস সেন্টারে বুধবার বিকালে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৪-২ গোলে পরাজিত করে পুল এ-তে এককভাবে এগিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুরুষ হকি দল। এছাড়াও তিন ম্যাচে অর্জন করেছে পূর্ণ নয় পয়েন্ট। অন্যদিকে পুল 'এ'তে নিজেদের তৃতীয় ম্যাচে এটি থাইল্যান্ডের প্রথম পরাজয়।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইসলাম, আমান শরিফ ও মোহাম্মদ হোসেন।
স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে ও শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করা বাংলাদেশ পুরুষ দল বৃহস্পতিবার (২০ জুন) পুল 'এ'তে পরের ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।
অন্যদিকে নিজেদের চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ০-৩ গোলে হেরে টুর্নামেন্টে প্রথম হেরেছে বাংলাদেশ নারী হকি দল।
দিনের খেলা শেষে চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ নারী দল।
থাইল্যান্ডকে ৫-৪ গোলে, হংকংকে ২-১ গোলে এবং শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করা বাংলাদেশ নারী হকি দল ২২ জুন ইন্দোনেশিয়া ও ২৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে।
আরও পড়ুন: জুনিয়র এএইচএফ কাপ হকিতে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ দল