নতুন মৌসুম শুরুর আগেই গোলরক্ষক এদেরসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা শোনালেন কোচ পেপ গার্দিওলা। তবে দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেভিড ডি ব্রুইনের ক্লাব ছাড়ার যে গুঞ্জন উঠেছে, তা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।
ট্রান্সফারগুরু ফাব্রিৎসিও রোমানোর এক্স পোস্ট থেকে জানা গেছে, গত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির গোলমুখ সামলানো ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পেতে আগ্রহী সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ।
তিনি জানান, মে মাসেই আল ইত্তিহাদের সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছেন এদেরসন। তবে তাকে ছাড়তে ৫০ (অ্যাডঅনসহ ৬০) মিলিয়ন ইউরো চায় সিটি। এ নিয়ে দুই ক্লাব এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি বিধায় ৩০ বছর বয়সী এই গোলরক্ষকের দলবদল এখনও সম্পন্ন হয়নি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউতে এদেরসনকে বসিয়ে দ্বিতীয় গোলরক্ষক স্তেফান ওর্তেগাকে দিয়ে ম্যাচ শুরু করেন কোচ গার্দিওলা। সেখান থেকেই সিটিতে এদেরসনের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।
আসন্ন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত ইউরোপের ক্লাবগুলো। তবে প্রথম ম্যাচেই সেল্টিকের বিপক্ষে ৪-৩ গোলের হারের স্বাদ পেয়েছে সিটি। ওই ম্যাচেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন এদেরসন।
আরও পড়ুন: ইপসউইচ টাউনে ম্যানসিটি ফরোয়ার্ড ডেলাপ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত ম্যাচটি শেষে সাংবাদিকদের গার্দিওলা বলেন, ‘আমি চাই সে (এদেরসন) সিটিতেই থাকুক। তবে এটা নির্ভর করছে ক্লাবের ওপর।’
‘আমি পরিস্থিতি জানি না। গত কয়েকদিন আমার সঙ্গে এ নিয়ে কোনো কথাও হয়নি। দলবদলের সময় শেষ হওয়া পর্যন্ত সে আমাদের সঙ্গেই থেকে অনুশীলন করবে।’
এদিকে, এদেরসনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও অ্যাটাকিং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে কোনোভাবেই ছাড়ছেন না বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।
সৌদি প্রো লিগে পাড়ি জমানোর ব্যাপারে সিটির বেলজিয়ান মিডফিল্ডারকে নিয়েও গুঞ্জন চলছে কয়েকদিন ধরে।
২০২৫ সালে সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলা ডি ব্রুইনে গত মাসে বলেছিলেন, (চলতি মৌসুমে) দলবদলের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে গার্দিওলার বিশ্বাস, ৩০ আগস্ট ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন হবে না।
সেল্টিকের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, ‘কেভিন যাচ্ছে না। দলবদলের বাজারে কী হবে আমি জানি না, তবে কেউ যেতে চাইলে সে বিষয়ে আমি কথা বলব।’
‘অনেক বছর ধরেই আমি এই দল নিয়ে খুশি। তবে বর্তমান স্কোয়াডের ৮০-৮৫ শতাংশ সদস্য এখানেই (সিটিতে) থাকবে। (বর্তমান স্কোয়াডে) যে মানের ফুটবলাররা রয়েছে, তাদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।’
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
গত সপ্তাহে ব্রাজিলের ২০ বছর বয়সী উইঙ্গার সাভিনিয়োকে দলে ভিড়িয়েছে সিটি। তার সম্পর্কে গার্দিওলা বলেন, ‘ওয়ান-অন-ওয়ানে সে বিধ্বংসী। সে তরুণ এবং দারুণ ছন্দে রয়েছে।’
‘এমন দু-একজন খেলোয়াড় হয়তো আমরা দলে ভেড়াতে পারি। তবে একবারে ছয়-সাতজন খেলোয়াড় পরিবর্তনের কথা ভাবছি না। এটা একপ্রকার অসম্ভব এবং দলের ভবিষ্যতের জন্যেও তা মঙ্গলজনক নয়।’
এছাড়া, গত মৌসুমের দ্বিতীয়ার্ধজুড়ে ধারে অন্য ক্লাবে খেলা কেলভিন ফিলিপসের আবারও ধারে খেলতে যাওয়া প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৮ আগস্ট চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন সিটি।