এশিয়ান গেমসে তিনবারের রৌপ্য পদক জয়ী বাংলাদেশ পুরুষ কাবাডি দল ১৯তম এশিয়ান গেমসে তাদের শেষ গ্রুপ এ ম্যাচে থাইল্যান্ডকে ৪৫-২৯ পয়েন্টে হারিয়ে সান্ত্বনামূলক জয় নিয়ে এবারের পর্ব শেষ করেছে।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) হ্যাংজুতে জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে এই জয় পায় বাংলাদেশ।
এর আগে, উদ্বোধনী ম্যাচে জাপানকে ৫২-১৭ পয়েন্টে পরাজিত করলেও বাংলাদেশ দল ভারতের কাছে ১৫-৫৫ পয়েন্টে এবং চাইনিজ তাইপের কাছে ১৮-৩১পয়েন্টে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল।
গ্রুপের চারটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পাঁচ দলের গ্রুপ থেকে বিদায় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: এশিয়ান ফাইভস হকি: অষ্টম স্থানে বাংলাদেশ মহিলা দল
শুক্রবারের সেমিফাইনালে ভারত খেলবে পাকিস্তানের সঙ্গে আর ইরানের মুখোমুখি হবে চাইনিজ তাইপে।
বাংলাদেশ মহিলা কাবাডি দলও প্রথম ম্যাচে নেপালের কাছে ২৪-৩৭ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে এবং শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ১৬-৫৪ পয়েন্টে হেরেছে।
আরও পড়ুন:এশিয়ান গেমস দাবা: কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হারল বাংলাদেশ