১৯তম এশিয়ান গেমস ফুটবলে স্বাগতিক চীন, মায়ানমার এবং ভারতের সাথে চার দলের শক্তিশালী গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ পুরুষ দল রাখা হয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে এশিয়ান গেমস ফুটবলের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়।
এই বছরের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের শহর হাংঝুতে এশিয়ার ১৫ দিনের সবচেয়ে বড় ৪০ স্পোর্টস অনুষ্ঠিত হবে।
এশিয়ার মোট ২৩টি দেশ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পুরুষ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আরও পড়ুন: পিছিয়ে থেকেও মালদ্বীপকে হারিয়ে সাফের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
গতবার শক্তিশালী কাতারকে হারিয়ে গ্রুপ পর্বে টপকে নক আউট পর্বে উঠেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল।
বাংলাদেশ নারী ফুটবল দল জাপান, ভিয়েতনাম ও নেপালের সঙ্গে চার দলের গ্রুপ ডি-তে রয়েছে।
এবারের এশিয়ান গেমস ফুটবলে প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
নারী ফুটবলে পাঁচটি গ্রুপে মোট ১৭টি দল অংশ নেবে।
এদিকে, বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের (এশিয়া) প্রাথমিক ড্রও অনুষ্ঠিত হয়।
আগামী ১৩ ও ১৭ অক্টোবর প্রাথমিক রাউন্ডে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপ: শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের