ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২১৩ রানের ছোট টার্গেট ৩৩.১ ওভারেই টপকে যায় স্বাগতিকরা।
এর আগে সাউদাম্পটনে শুক্রবার বৃষ্টির আশংকা মাথায় নিয়ে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।
জোফরা আর্চার, মার্ক উডদের বোলিং তোপে ২১২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়দের ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান করেন নিকোলাস পুরান। ৩টি করে উইকেট শিকার করে উইন্ডিজ ব্যাটসম্যানদের বড় ইনিংস গড়তে দেননি আর্চার ও উড।
ছোট টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৫ রান করেন জনি বেয়ারস্টো ও জো রুট।
বেয়ারস্টো ৪৫ রানে ফিরলেও আসরে নিজের দ্বিতীয় শতক তুলে নেন জো রুট। ১১টি চার হাঁকিয়ে ৯৪ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ইংলিশ ওপেনার।
১০১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় এউইন মরগান বাহিনী। এই জয়ে নেট রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়ে ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ১৭ জুন টন্টনে বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবিয়রা। আর ১৮ জুন ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।