কলকাতা টেস্টের তৃতীয় দিনে ভারতের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ানোর লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এজন্য ৮৯ রান প্রয়োজন মুমিনুল হকের দলের।
রবিবার ইডেন গার্ডেনে গোলাপি বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্টে ৮৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে টাইগাররা।
এর আগে মুশফিকুর রহিমের লড়াইয়ে ৬ উইকেটে ১৫২ রান নিয়ে দ্বিতীয় দিনে শেষ করে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন মুশফিক ও মাহমুদউল্লাহ। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগাররা মাত্র ৩০.৩ ওভার খেলতে পারেন। সাদমান ইসলাম (২৯), লিটন দাস (২৪) এবং নাইম হাসান (১৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
জবাবে ২১৯ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বিরাট কোহলিরা। ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ভারত।