সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে মাত্র ১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় ঢাকা।
সাশ্রয়ী বোলিংয়ের পাশাপাশি ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার জয়ের নায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে খেলেন ৭ ছক্কায় ২৯ বলে ৫৯ রানের মারকুটে এক ইনিংস। যার মধ্যে রবিউল ইসলাম রবির ১ ওভারেই নেন ২৮ রান!
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৬০/৩ (রাজাপাকসে ৯৬*, সৌম্য ১০, সাব্বির ০, মালান ৯, ইয়াসির ৩০*; মাশরাফি ৩-০-২১-০, মেহেদি ৪-০-৯-২, হাসান ৩-০-৩৪-০, ওয়াহাব ৪-০-৩২-০, শাদাব ৪-০-৩২-১, আফ্রিদি ২-০-২৩-০)।
ঢাকা প্লাটুন: ১৯.৫ ওভারে ১৬১/৫ (তামিম ৩৪, এনামুল ০, মেহেদি ৫৯, আসিফ ০, জাকের ০, মুমিনুল, আফ্রিদি; রবি ৪-০-৪৪-১, মুজিব ৪-১-২২-২, সুমন ৪-০-৩৪-০, আল আমিন ৪-০-২৯-১, সৌম্য ৩.৫-০-২৯-১)।