গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল- ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের দায়িত্ব নিয়ে দেড় বছর পর কোচিংয়ে ফিরছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এবার গুঞ্জন সত্যি করে এল অফিশিয়াল ঘোষণা। চ্যাম্পিয়নশিপের ক্লাব কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন চেলসির কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক এই কোচ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ল্যাম্পার্ডকে কোচিংয়ে দায়িত্ব দেওয়ার কথা জানায় কভেন্ট্রি। আড়াই বছরের জন্য ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি।
এর ফলে কভেন্ট্রিতে মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হচ্ছেন ল্যাম্পার্ড। ক্লাবটিতে আট বছর দায়িত্ব পালনের পর চলতি মৌসুমে ১৪ ম্যাচের সাতটিই হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রবিনসন। শেষ পর্যন্ত এই মাসের শুরুতে বরখাস্ত হন তিনি।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে রয়েছে কভেন্ট্রি সিটি। অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে দলটির দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে ল্যাম্পার্ডকে।
২০১৮ সালে ডার্বি কাউন্টির হয়ে কোচিংয়ে নাম লেখান ল্যাম্পার্ড। এরপর ২০১৯ সালে চেলসির কোচ হন তিনি। দুই বছর পর স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বরখাস্ত হয়ে ২০২২ সালে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব এভারটনের বস হন তিনি। সেখানেও ক্যারিয়ার দীর্ঘ হয়নি কিংবদন্তি এই ফুটবলারের।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরিম
পরে ২০২৩ সালের এপ্রিলে গ্রাহাম পটারকে বরখাস্ত করে ল্যাম্পার্ডকে মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি। মৌসুম শেষে ২০২৩ সালের মে মাসে চেলসির দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। এবার নিজের কোচিং ক্যারিয়ারকে আলোর মুখ দেখাতে আরও একটি সুযোগ পেলেন ল্যাম্পার্ড।
লেস্টার সিটির দায়িত্বে নিস্টলরয়
এদিকে, প্রিমিয়ার লিগে লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব ছাড়া রুড ফন নিস্টলরয়।
এর ফলে ওয়েলশ কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিস্টলরয়। লেস্টার সিটির কোচ হিসেবে ১৫৭ দিন ছিলেন কুপার। গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ২-১ গোলে হারার পর তাকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে, ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে ব্যর্থ হওয়ায় গত ২৭ অক্টোবর এরিক টেন হাগকে কোচের পদ থেকে সরিয়ে তারই সহকারী নিস্টলরয়কে অন্তর্বর্তী কোচ বানায় ইউনাইটেড।
আরও পড়ুন: ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে পারবেন আমোরিম?
সেখানে মাত্র ৪ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর সুযোগ হয় নিস্টলরয়ের। তার মধ্যে তিনটি ম্যাচে জয় ও একটি ড্র করে ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত সংক্ষিপ্ত এক অধ্যায় শেষ করেন তিনি।
মজার ব্যাপার হচ্ছে, ইউনাইটেডের দায়িত্বে থাকাকালে গত ১০ নভেম্বর নিজের শেষ ম্যাচে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় নিস্টলরয়ের শিষ্যরা। এর দুই সপ্তাহ পরই সাবেক এই ডাচ স্ট্রাইকারকে কোচিংয়ের দায়িত্ব দিল ক্লাবটি।
এর আগে, স্বদেশি ক্লাব পিএসভি আইন্ডহোভেনের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন নিস্টলরয়। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল পিএসভি।