২২ বছর বয়সী এ পেস অলরাউন্ডার বাংলাদেশের হয়ে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ খেলেছেন। তবে সিরিজের আগে অনুশীলনের সময় তাকে চার ওভারের বেশি বোলিং করার অনুমতি দেয়া হয়নি।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফউদ্দিন বলেন, ‘সর্বশেষ সিরিজের পর থেকে আমি বিশ্রাম নিচ্ছি। জানি না কখন খেলায় ফিরবো। যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় তাহলে তাই করবো। ক্যারিয়ার রক্ষায় আমি যেকোনো কিছু করতে প্রস্তুত আছি।’
‘আজ বিসিবির চিকিৎসকরা আমার মেডিকেল রিপোর্ট ইংল্যান্ডে পাঠিয়েছে। জানি না পরবর্তী নির্দেশনা কখন আসবে এবং আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে,’ যোগ করেন তিনি।
যদি সাইফউদ্দিনের অপারেশনের প্রয়োজন হয় তাহলে তাকে বোলিং অ্যাকশনেও পরিবর্তন আনতে হবে। যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
তবে সম্ভাব্য যেকোনো পরিবর্তন আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী সাইফউদ্দিন। তিনি বলেন, ‘মাশরাফি ভাই অনেক অপারেশন করার পরও খেলছেন। আমি মাত্র ক্যারিয়ার শুরু করেছি। এটা আমার জন্য কঠিন। তবে যেকোনো কিছু করতে আমি প্রস্তুত।’
ইনজুরির কারণে আগামী ভারত সফরে সাইফউদ্দিনের দলে অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সফরে বাংলাদেশ ভারতের বিপক্ষে তিনটি টি২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
সাইফউদ্দিন ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ২০টি ওয়ানডে এবং ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি।