আগেই ঘোষণা দিয়েছিলেন, প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা ম্যাচটিই হতে চলেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে এই ম্যাচে গোল করে শেষটা রাঙাতে পারেননি লুইস সুয়ারেস।
মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে শাস্তি পাওয়ার কারণে এদিন শুরুর একাদশের দারউইন নুনিয়েসসহ পাঁচ খেলোয়াড় মাঠে নামতে পারেননি।
আরও পড়ুন: রদ্রিগোর গোলে অবশেষে জয়ে ফিরল ব্রাজিল
এদিন ম্যাচজুড়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে উরুগুয়ে। এর মধ্যে প্রথমার্ধে লুইস সুয়ারেসের একটি শট থেকে নিশ্চিত গোল হাতছাড়া হয় তাদের। ফাকুন্দো পেলিস্ত্রির পাঠানো ক্রসে ডান পায়ের জোরালো শট দেন সুয়ারেস। এরপর বল তড়িৎ গতিতে গোলরক্ষককে পরাস্ত করে এগিয়ে গেলেও পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্যারাগুয়েও কয়েকবার চেষ্টা করেছিল, তবে সেগুলোর কোনোটিই সাফল্যে পরিণত করতে পারেনি তারা। ফলে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন না এনেই মাঠ ছাড়ে দুই দল।