নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন।
সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে নভেম্বর সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে।
সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ অংশ।
টেস্ট দলে প্রথম ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২২ বছর বয়সী এই ক্রিকেটার দুর্দান্ত সূচনা করেছেন। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর থেকে ২৫ ম্যাচে ১২১ উইকেট অর্জন করেছেন তিনি।
চট্টগ্রাম বিভাগের টপ অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু ও পেস বোলার হাসান মাহমুদকেও দলে রাখা হয়েছে।
আঙুলের চোটের কারণে এই সিরিজে খেলছেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার সহঅধিনায়ক লিটন দাসও এক মাসের ছুটিতে রয়েছেন।
নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।