প্রথম ইনিংসে ১৪৪ রানের মাথায় ভারতের ৬ উইকেট ফেলে দিয়ে যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, পরের উইকেটে দলটির ১৯৯ রানের জুটির পর ১৪৯ রানে নিজেদের ইনিংস গুটিয়ে সে আশার গুড়ে বালি দিয়েছে টাইগাররা। এরপর জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে ভারত। এর ফলে প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের বিশাল লিডকে ৩০৮ উন্নীত করেছে রোহিত শর্মার দল। তাদের হাতে রয়েছে আরও ৭টি উইকেট।
শুভমান গিল ৩৩ রানে এবং ঋষভ পান্ত ১২ রান অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রান তুলতে পারেননি রোহিত শর্মা। দুই ইনিংস মিলিয়ে তার রান মোটে ১১ (৫ ও ৬)।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতের অধিনায়ক। এরপর সপ্তম ওভারে আক্রমণে এসেই সাফল্য পান নাহিদ রানা। প্রথম ইনিংসের মতো ফের এই পেসারের শিকার হন যশস্বী জয়সওয়াল (১০)।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
২৮ রানে ২ উইকেট পড়ার ধাক্কা সামলে গিলের সঙ্গী জুটি বেঁধে দিন পার করার আভাসই দিচ্ছিলেন কোহলি, কিন্তু নিজের ভুলে ফিরে যেতে হয়েছে তাকেও। মেহেদী হাসান মিরাজের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরলে ৭৬ বলে ৩৯ রানের জুটি ভাঙে ভারতের।
রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন কোহলি। প্যাডে লাগার আগে ব্যাটের কানায় আলতো ছোঁয়া দিয়ে যায় বল, কিন্তু কোহলি নিজেই টের পাননি তা। পরে স্নিকো মিটারে ধরা পড়ে এই ঘটনা। ৩৭ বলে তিনি ১৭ রান করে ফিরে গেলে শেষ ২২ বল দেখেশুনে খেলে দিন পার করে ভারত।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুর প্রথম ঘণ্টাতেই ভারতের অবশিষ্ট চার উইকেট তুলে নিলে ৩৭৬ রানে থামে তাদের প্রথম ইনিংস। এরপর মধ্যাহ্নভোজের আগে নেমে পুরো দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা। ৪৭.১ ওভারে ভারতীয় বোলারদের সামনে ১৪৯ রানে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামান জসপ্রিত বুমরাহ। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১/৩* (শুভমান গিল ৩৩*, কোহলি ১৭, ঋষভ পান্ত ১২*; নাহিদ রানা ১/১২, মিরাজ ১/১৬, ১/১৭)।