বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার (২১ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা বিভাগ।
গত সপ্তাহে মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে রংপুর বিভাগকে ২৩ রানে হারিয়ে ভালো শুরু করেছিল ঢাকা।
প্রথম ইনিংসে ২১২ রান করা সিলেট বিভাগ তৃতীয় দিনে (শনিবার) ১ উইকেটে ২২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস পুনরায় শুরু করে এবং ১১৬ রানে অলআউট হয়ে ঢাকাকে ৭৩ রানের সহজ লক্ষ্য দেয়।
প্রথম ইনিংসে ২৫৬ রান করা ঢাকা শনিবার সকালে ছোট লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে এবং মাত্র ১৮ ওভার ২ বলে তিন উইকেট হারিয়ে ৭৫ রান করে ম্যাচটি স্বাচ্ছন্দ্যে জিতে নেয়।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে দুই উইকেট ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য গ্র্যাবিং নির্বাচিত হন ঢাকা বিভাগের নাজমুল ইসলাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক পর্বের প্রথম এনসিএল ম্যাচে ঢাকা মেট্রোপলিসের (১৭৩) বিপক্ষে রংপুর বিভাগ (১১৯ এবং ২৭৮/৬) ২২৪ রানে এগিয়ে রয়েছে।
সিলেটে দ্বিতীয় পর্বের ম্যাচে খুলনা বিভাগের (২৮৫) বিপক্ষে চট্টগ্রাম বিভাগ (২৪২ ও ৩৮/৩) পাঁচ রানে পিছিয়ে আছে।
রাজশাহীতে দ্বিতীয় পর্বের আরেক ম্যাচে স্বাগতিক রাজশাহী বিভাগ (২০৯ ও ৭৫/২) বরিশাল বিভাগের (২৩৩) বিপক্ষে ৫১ রানে এগিয়ে আছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ক্লাসেন ও জ্যানসেনের জুটিতে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা