লা লিগায় মাদ্রিদ ডার্বি ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে হারে রিয়াল মাদ্রিদ। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতে ফের ইতিবাচক ধারায় ফিরেছে কার্লো আনচেলত্তির দল। তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে মাঠ ছাড়া বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের।
লা লিগার নবম রাউন্ডের ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউতে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের চতুর্দশ মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
তবে ম্যাচের ৭৯তম মিনিটে চোটের কারণে ভিনিসিউসকে উঠিয়ে নিতে বাধ্য হন আনচেলত্তি। মাঠ ছাড়ার সময় তাকে কাঁধের পেশিতে বারবার চাপ দিতে দেখা যায়।
এরপর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষের দিকে হাঁটুতে গুরুতর চোট পান দানি কারভাহাল। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। ফলে ভিনিসিউসের বিষয়ে খুব বেশি আতঙ্কিত না হলেও করভাহালকে কতদিন মাঠের বাইরে থাকতে হয়, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ক্লাবটি।
আরও পড়ুন: প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে থাকে ভিয়ারিয়াল। তবে প্রথম শটটি নেয় রিয়াল মাদ্রিদই।
চতুর্থ মিনিটে বক্সের মধ্যে লুকা মদ্রিচের দেওয়া ক্রসে প্রথম ছোঁয়াতেই জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু তার শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
দশম মিনিটে সের্হি কারদোনার পাস থেকে নিকোলাস পেপের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। এর চার মিনিট পর গোল করে ম্যাচে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের চতুর্দশ মিনিটে মদ্রিচের পাস ধরে প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পাশের পোস্টঘেঁষা জোরালো শট নেন ফেদেরিকো ভালভার্দে। শটে গতি থাকায় তা গোলরক্ষক দিয়েগো কন্দেকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
গোল খাওয়ার দুই মিনিট পরই অবশ্য সমতায় ফিরতে পারত ভিয়ারিয়াল, কিন্তু পেপের বুলেট গতির শটটি ক্রসবারে লেগে বাইরে বেরিয়ে যায়। ফলে হতাশ হয় ভিয়ারিয়াল সমর্থকরা।
পরের মিনিটে ভিয়ারিয়ালের আরও একটি হেডার ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
ম্যাচের ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেন জুড বেলিংহ্যাম, কিন্তু শট গোলপোস্টের ধারেকাছেও ছিল না।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ভালো একটি দলীয় আক্রমণে ওঠে ভিয়ারিয়াল। তবে কর্নারের বিনিময়ে তা প্রতিহত করে রিয়াল মাদ্রিদ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।