নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচের তিনটিই হেরে শীর্ষ আটে থাকা নিয়ে সংশয়ে পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এমতাবস্থায় চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মঙ্গলবার রাতে রিয়ালের হয়ে মাঠে নামতে চান ক্লাবের আক্রমণভাগের সবচেয়ে বড় আস্থার নাম ভিনিসিউস জুনিয়র।
মঙ্গলবার রাতে ইতালির গেভিস স্টেডিয়ামে জিয়ান পিয়েরো গাস্পেরিনির শিষ্যদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
ঘরোয়া ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে যেন উড়ে চলেছে আতালান্তা। সেরি-আয় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে এখনও হারেনি তারা। পাঁচ ম্যাচের তিনটি জিতে এবং বাকি দুটি ড্র করে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ক্লাবটি। এমন পারফরম্যান্স দিয়ে চলা আতালান্তার সামনে এবার চলতি মৌসুমে ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ।
মাত্র ৬ পয়েন্ট নিয়ে বাদ পড়াদের তালিকা থেকে মাত্র দুই পয়েন্টে এগিয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল। ফলে ষষ্ঠ ম্যাচে আতালান্তাসহ বাকি দুই ম্যাচেও জয়ের বিকল্প নেই তাদের। দলের এমন অবস্থায় অস্বস্তি নিয়েও ফিরতে হচ্ছে ভিনিসিউসকে।
আন্তঃমহাদেশীয় কাপের পর তার ফেরার কথা থাকলেও আতালান্তা ম্যাচের জন্য বিশ্রামের সময় দশ দিন ছেঁটে ফেলেছেন ভিনি। এতে লস ব্লাঙ্কোসদের প্রতি তার অশেষ নিবেদন প্রকাশ পেলেও স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চলেছেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, চোট থেকে পুরোপুরি সেরে না উঠে ফের মাঠে নেমে যদি তিনি একই স্থানে আঘাত বা টান পান, সেক্ষেত্রে পরবর্তী চোটে তাকে আর দীর্ঘ সময় ধরে ভুগতে হতে পারে।
বিশেষজ্ঞদের এমন সতর্কবাণী ভিনিকে ভাবাতে না পারলেও কোচ আনচেলত্তি নিশ্চিয়ই বিষয়টি মাথায় রেখে শিষ্যের সময় ব্যবস্থাপনা করবেন।