সাবেক প্রোটিয়া কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি।
শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে স্টিভ রোডসের উত্তরসূরি হিসেবে রাসেলের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
গণমাধ্যমকে তিনি জানান, ‘বিশ্বকাপের পর ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় জানানোর পর নতুন কোচ খুঁজতে গত কয়েক সপ্তাহ ব্যস্ত সময় পার করেছে বিসিবি । আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে, রাসেল ডমিঙ্গো আমাদের পরবর্তী কোচ হবেন। প্রাথমিক চুক্তি অনুসারে, আগামী দুই বছর তিনি টাইগারদের প্রশিক্ষণ দেবেন। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো আফগানিস্তানের বিপক্ষে টেস্টের ঠিক আগে আগামী ২১ আগস্ট দলে যোগ দেবেন।’
৪৪ বছর বয়সী রাসেল ডমিঙ্গো একজন পেশাদার কোচ। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা দলে কাজ করেছেন। গত ৭ আগস্ট ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাৎকার দেন তিনি।
তবে ডমিঙ্গো কখনো পেশাদার ক্রিকেট খেলেননি। মাত্র ২২ বছর বয়সে কোচের যোগ্যতা অর্জন করেন পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণ করা ডমিঙ্গো। ২৫ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সে যুবাদের কোচ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়।
২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব পান তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ ছিলেন ডমিঙ্গো। গ্যারি কারস্টেন পদত্যাগ করার পর ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হন তিনি।