টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ।
দলের পক্ষে দুই চার ও দুই ছয়ে ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। এছাড়া ওপেনার নাজমুল শান্ত ২০ বলে ২৫ রান করেন।
ডাচদের হয়ে পল ভ্যান মিকারেন ও ডি লিডে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪৩ রান করে। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে পল ভ্যান মিকেরেন বোল্ড হয়ে ১৪ বলে ১৪ রান করা সৌম্যকে হারায় বাংলাদেশ।এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারের প্রথম বলে ভালো খেলতে থাকা শান্তকেও (২০ বলে ২৫) হারায় বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন লিটন। ভ্যান বিনের একটি শর্ট বলে অফে ক্লিয়ার করতে গিয়ে ধরা পড়েন লিটন।
শারিজ আহমেদের শিকার হয়েছেন সাকিব। বাঁ-হাতি ব্যাটার বড় শট খেলার চেষ্টা করলেও ডি লিড ডিপ মিডউইকেটে বাউন্ডারিতে অসাধারণ ক্যাচ নেন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১২ বলে ২০ রান করে বাংলাদেশকে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন।