১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ ওভারে ৯৫ রান করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ প্রথম তিন ওভারে তিন উইকেট নিয়েছেন।
এর আগে বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে জিম্বাবুয়েকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ম্যাচে শূন্য রানে আউট হন সৌম্য সরকার। তিনে নেমে লিটন দাস ১২ বলে ১৪ রান করেন। এরপর তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে যোগ দেন সাকিব।
২৩ রান করে সাকিব পড়ে গেলেও নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে সাত চার ও এক ছয়ে সর্বোচ্চ ৭১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ। এছাড়া আফিফ হোসেন ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৯ বলে এক চার ও এক ছয়ে ২৯ রান করেন।
জিম্বাবুয়ে বোলারদের মধ্যে রিচার্ড নাগারভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।