শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমের জন্য ডাম্বুলা থান্ডার্স দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এই চুক্তির ফলে আসন্ন টুর্নামেন্টে তার প্রথম উপস্থিতি দেখা যাবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরিচিত মুখ মুস্তাফিজ জাতীয় দলে যোগ দেওয়ার আগে চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে(পুরুষ) অংশগ্রহণের আগে হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মুস্তাফিজ। আগামী ৮ জুন ডালাসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলতি আইপিএলে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং স্কোর গড়েছেন মোস্তাফিজ।
আগামী ২ জুলাই থেকে শুরু হবে এলপিএলের আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর শ্রীলঙ্কার ডাম্বুলা থান্ডার্সে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের।