ঢাকা, ০৪ অক্টোবর (ইউএনবি)- তাইওয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।
চারজনের সাথে যৌথভাবে ষষ্ঠ স্থানে থেকে তৃতীয় রাউন্ড শুরু করবেন দুই বারের এশিয়া ট্যুর বিজয়ী।
তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বার্ডি করেন সিদ্দিকুর। বিপরীতে চারটি বোগিও মেরে বসেন।
প্রসঙ্গত, সারা বিশ্বের ১২১ জন গলফার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার বিজয়ীকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার দেয়া হবে।