তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফররত শ্রীলঙ্কা।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে টস জিতে এই সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
সিরিজের তৃতীয় ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। লিটন দাস, তানজিম হাসান ও তাইজুল ইসলামকে পরিবর্তন করে- এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে মাঠে নামানো হচ্ছে।
অন্যদিকে দিলশান মাদুশঙ্কার পরিবর্তে মহেশ থিকশানাকে যুক্ত করেছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
সিরিজের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাই সিরিজের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হতে তৃতীয় ম্যাচেই ভরসা দু’দলের।
ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ানডের পর দুটি টেস্ট ম্যাচে মুখোমুকি হবে দল দুটি।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, জানিথ লিওনেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: তানজিম বাদ, ডাক পেলেন হাসান মাহমুদ