তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে জয় পায় বাংলাদেশ।
টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করতে সমর্থ হয়।
হরমনপ্রীত কৌর ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। আর জেমিমা রদ্রিগেসও ২৬ বলে ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং সুলতানা খাতুন নেন দু’টি।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েছেন এবাদত
জবাবে বাংলাদেশ মাত্র ১৬ রানে দুটি উইকেট হারায়, দু’টিই নিয়েছেন মিন্নি মানু। তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন শামীমা সুলতানা ও নিগার সুলতানা।
নিগার ১৪ রানে আউট হওয়ার পর স্কোরকার্ডটি ৪২ পর্যন্ত টেনে নেয় শামীমা। তার আউট হওয়ার পর বাংলাদেশ দ্রুত কিছু উইকেট হারায়। তবে নাহিদা আক্তার ও রিতু মনি জয় নিশ্চিত করতে সক্ষম হন।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের
বাংলাদেশ ১৯তম ওভারে চার উইকেট হাতে রেখে সফলভাবে লক্ষ্যে পৌঁছে যায়।
তবে প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ভারত।
আরও পড়ুন: ব্যাট নিয়েছে আফগানিস্তান, ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ