রবের্তা মার্তিনেস দায়িত্ব ছাড়ার পর দমিনিকো তেদেস্কোর তত্ত্বাবধায়নে ভালো নেই বেলজিয়াম। দলীয় অর্জন তো একেবারেই নেই, তার ওপর খেলোয়াড়দের সঙ্গেও দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এসেছে।
ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচের তত্ত্বাবধায়নে জাতীয় দলে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান কোর্তোয়া।
বর্তমান ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন ৩২ বছর বয়সী এই বেলজিয়ান। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফিরে এসেই গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অথচ তার কিছুদিন পর শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে বেলজিয়াম দল থেকে বাদ পড়েন এই গোলরক্ষক। ফুটবল অঙ্গনের অনেকের ধারণা, কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরেই ইউরোতে তার খেলা হয়নি।
তবে রাখঢাক ছেড়ে এবার প্রকাশ্যে সেই ধারণার সত্যতা জানিয়ে দিলেন কোর্তোয়া নিজেই।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক জমের
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘জাতীয় দলের জার্সিতে খেলা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই জার্সি পরতে পারায় নিজেকে গর্বিত মনে করি আমি। আমার অদ্ভুত স্বপ্নগুলোতেও কখনও জাতীয় দলের জার্সি পরে ১০০ ম্যাচ খেলার কথা ভাবিনি।’
‘তবে দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে কিছু ঘটনা এবং সেসবের প্রতিফল বিবেচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, তার (তেদেস্কো) অধীনে আমি জাতীয় দলে আর ফিরব না। এ বিষয়ে আমি নিজের দিক থেকে সব দায় নিচ্ছি। তবে তার প্রতি আমার আস্থার ঘাটতি হলেও (তার প্রতি) আন্তরিকতার পরিবেশ বজায় রাখতে কোনো অসুবিধা হবে না।’
এ নিয়ে বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সঙ্গেও আলোচনা করেছেন জানিয়ে কোর্তোয়া লিখেছেন, ‘ফেডারেশনের সঙ্গে এ নিয়ে অনেকবার আলোচনার পর অবশেষে তারা আমার এই পীড়াদায়ক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। তবে আমার মনে হয়, (বেলজিয়াম) দলের জন্য এটাই এখন সবচেয়ে ভালো পদক্ষেপ। কারণ এটি বিতর্ক থামিয়ে দলকে লক্ষ্য অর্জনে মনোযোগী হতে সহযোগিতা করবে।’
ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’