চতুর্থ দিন জয়ের সুবাস ছড়িয়ে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলে দিন শেষ করার পর দেশের ক্রিকেটপ্রেমী প্রতিটি মানুষই পঞ্চম দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের খোঁজখবর রাখছিলেন। লাইভ ক্রিকেট অ্যাপ, লাইভ স্ট্রিমিং কিংবা টেলিভিশনের সামনে, নিজ নিজ জায়গা থেকে জয়ের প্রতীক্ষায় প্রহর গুনছিলেন সবাই। এরপর ঐতিহাসিক জয়ের পর টাইগারদের উদ্দেশে শুভেচ্ছাবার্তায় ভেসে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
ক্রিকেটের এলিট সংস্করণে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নাজমুল হোসেন অ্যান্ড কোং-কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালও।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন মাশরাফি। দলের বিজয় উৎসবের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’
আরও পড়ুন: সিরিজসেরার প্রাইজমানি আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে উৎসর্গ করলেন মিরাজ
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও ট্রফিসহ বাংলাদেশ দলের উদযাপনের ছবিটি পোস্ট করে ফেসবুকে শুভেচ্ছা বার্তা দেন।
ইংরেজি ভাষায় লেখা সেই বার্তার বাংলা এরকম, ‘এটা স্রেফ অসাধারণ… ৬ উইকেটে ২৬ রান থেকে ২-০ ব্যবধানে সিরিজ জয়! কী দারুণ ঘুরে দাঁড়ানো…’
‘(বাংলাদেশ) দলকে অনেক বড় অভিনন্দন… এটি অনেক দিন ধরে স্মরণ করা হবে।’
এর আগে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে ম্যাচ জিতলেও সিরিজ জেতা হয়ে ওঠেনি বাংলাদেশের। টেস্টে তাদের সিরিজ জয়ের রেকর্ড ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।
আরও পড়ুন: ঐতিহাসিক জয়ের কৃতিত্ব একাই নিতে চান না লিটন
তবে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে জিতলেও সেবার চুক্তি সংক্রান্ত ঝামেলায় শীর্ষ ক্রিকেটারদের কেউই টাইগারদের বিপক্ষে হওয়া ওই সিরিজে খেলেননি। মূলত ক্যারবীয়দের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
তাই প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সারির কোনো পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টির পাশাপাশি ক্রিকেটের এলিট সংস্করণে নিজেদের বীরত্বগাঁথা আরও একটু বড় করল বাংলাদেশ।