তিনি বলেন, ‘আমি বিরাট কোহলির সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) কথা বলব এবং ও যা চাইবে সেই মতো যতটা সম্ভব ওকে সমর্থন করব।’
বুধবার মুম্বাইয়ে দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলন করেন সৌরভ। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এখন সাফল্যের শিখরে রয়েছে। তার অধিনায়কত্বেই ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় দল।
সৌরভ বলেন, ‘বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেছে। আমরা ওর সঙ্গে ছিলাম, আমরা ওর সঙ্গে থাকব।’
৪৭ বছর বয়সী সাবেক এ অধিনায়ক প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ও এল শ্রীনিবাসনকে সামনে রেখেই বিসিসিআই চালাতে চান। তিনি বলেন, কী ভাবে তারা তাকে ও ধোনিকে সমর্থন করেছেন।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ক্রিকেটারদের জীবন স্বাভাবিক করা। আমি যখন অধিনায়ক ছিলাম আর জগমোহন ডালমিয়া সভাপতি ছিলেন, তখন আমার মনে পড়ে না আমরা কিছু চেয়েছি আর তিনি সেটা দেননি।’
‘বিরাট এখন অধিনায়ক। এবং আমাদের মধ্যেও একই সম্পর্ক হবে। ও যদি ভারতের ভালো খেলার জন্য সাহায্য চায় আমরা তাকে সেটা দেব,’ বলেন সৌরভ।