তেমনই এক চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের তরুণ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। দুর্দান্ত সময় পার করা এই ক্রিকেটারকে ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে চলে যেতে হচ্ছে।
ভারত সফরের টি২০ স্কোয়াডে নাম থাকলেও তাকে আর পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে দুই-তিন মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে।
বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা সাইফউদ্দিনের ইনজুরি পর্যবেক্ষণ করছি। বিশেষজ্ঞদের সাথে আলোচনার জন্য আমরা তার রিপোর্ট স্ক্যান করে ইংল্যান্ডে পাঠিয়েছি। তবে ইনজুরি থেকে সুস্থ হতে তার আরও সময়ের প্রয়োজন।’
‘আগামী ৩০ দিন তাকে আমরা বল করার অনুমতি দেব না। এরপর আমরা আবারও তার ইনজুরি পর্যবেক্ষণ করব এবং সে অনুযায়ী পদক্ষেপ নেব,’ যোগ করেন চৌধুরী।
প্রধান চিকিৎসকের সাথে আলোচনা শেষে বিকালে গণমাধ্যমের সাথে কথা বলেন সাইফউদ্দিন। তিনি জানান, ভারত সফরে তিনি খেলতে পারবেন না।
‘আমি ভাবিনি যে ভারত সফরে খেলতে পারব না। এটা খুবই হতাশার। কিন্তু আমি নেতিবাচক বিষয়ে ভাবছি না। এটা একজন ক্রিকেটারের জীবনেরই অংশ। আশা করি ডিসেম্বরে ক্রিকেটে ফিরতে পারব,’ বলেন সাইফউদ্দিন।
‘ভারত সফরের স্কোয়াডে (টি২০) ছিলাম। তবে এখন এই সিরিজে অংশ নিতে পারছি না। আমি মনে করি দীর্ঘদিনের বিরতি আমার ক্যারিয়ারকে দীর্ঘ করতে সহায়তা করবে। এই মুহূর্তে আমি ভবিষ্যতের কথা ভাবছি এবং ইনজুরি থেকে সুস্থ হয়ে খেলায় ফেরার চেষ্টা করছি,’ যোগ করেন তিনি।
আগামী মাসে ভারতের বিপক্ষে ৩টি টি২০ ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার থেকে ভারত সফরের ক্যাম্প শুরু করবে টাইগাররা।