করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে ২০০৫ সালে শত রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন এ ডানহাতি ব্যাটসম্যান।
আশরাফুল গণমাধ্যমকে বলেন, ‘আমি দেখেছি, মুশফিকের ব্যাট নিলামের সময় অনেক ভুয়া দর হাঁকা হয়েছে। যদি এরকম কিছু ঘটে তাহলে ব্যাট নিলামে তোলার কোনো মানেই হয় না। আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কীভাবে নিলাম হয়। দেশে নিলামের ভালো সংস্কৃতি রয়েছে বলে আমি মনে করি না।’
আরও পড়ুন: ভুয়া দর হাঁকানোয় মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত
‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমি ব্যাট নিলামে তুলতে চেয়েছিলাম। কিন্তু এখন আমি মনে করি নিলামের জন্য ভালো প্রক্রিয়া থাকা উচিৎ,’ যোগ করেন তিনি।
সূত্র জানিয়েছে, নিলামের জন্য নিজের ব্যাটের ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা রাখতে চেয়েছিলেন আশরাফুল। কিন্তু অকশন ফোর অকশন, যারা নিলাম আয়োজন করতে চেয়েছিল তারা তাতে রাজি হয়নি। যার কারণে সিদ্ধান্ত বদলেছেন আশরাফুল।
‘ভালো টাকা না পেলে নিলামের দরকার আছে কী? আমি নিজের ব্যক্তিগত তহবিল থেকে মানুষকে সাহায্য করতে পারবো। তবে বেশি মানুষকে যাতে সহযোগিতা করতে পারি সেজন্য ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলাম,’ বলেন আশরাফুল।
এর আগে অকশন ফোর অকশন সাকিব আল হাসানের ব্যাট নিলামের আয়োজন করে। পরে তার ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।
ই-কমার্স কোম্পানি পিকাবো ডটকম বর্তমানে মুশফিকুর রহিমের ব্যাট নিলামের আয়োজন করেছে। কিন্তু ভুয়া দর হাঁকানোর কারণে আপাতত নিলাম স্থগিত রাখা হয়েছে।