ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মাঝরাতে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও উরুগুয়ে (Portugal vs Uruguay)। সোমবার উরুগুয়েকে পরাজিত করলে পর্তুগাল বিশ্বকাপের পরবর্তী পর্বে খেলার আগেই যোগ্যতা অর্জন করতে পারবে।
অতীতে উরুগুয়ের দু'বার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে থেকে ফিরে গিয়েছিল। ২০১৮ সালে আবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল রোনালদোরা।
গত ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে নজর কেড়ে নিয়েছিলেন। এনিয়ে পাঁচটি বিশ্বকাপে গোল করে রেকর্ড করলেন সিআর সেভেন। তবে, খুব ভাল ছন্দে নেই পর্তুগাল দল। কয়েকটি বিষয়ে তাদের উন্নতি করতে হবে। অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে উরুগুয়ে জালে বল ঢোকাতে পারে। তাই আজকের ম্যাচে তাদের কিছু করতেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে ও অনলাইনে এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও ।
চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ পর্তুগাল বনাম উরুগুয়ে বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ।
পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ কোথায় খেলা হবে?
পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের জন্য পর্তুগাল বনাম উরুগুয়ে সম্ভাব্য একাদশ–
পর্তুগাল সম্ভাব্য একাদশ
পর্তুগাল: কস্তা, ক্যানসেলো, ডালট, ডায়াস, গুয়েরেইরো, বার্নার্ডো সিলভা, নেভেস, কারভালহো, ফার্নান্দেস, রোনালদো ও ফেলিক্স
উরুগুয়ে সম্ভাব্য একাদশ
উরুগুয়ে : রোচেট, ক্যাসেরেস, গডিন, গিমেনেজ, অলিভেরা, ভালভার্দে, বেন্টানকুর, ভেকিনো, পেলিস্ট্রি, সুয়ারেজ ও নুনেজ
পর্তুগাল বনাম উরুগুয়ে : মুখোমুখি পরিসংখ্যান
এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে একটি করে জয় আছে দুই দলের এবং একটি ম্যাচ ড্র হয়েছে। আর বিশ্বকাপের একমাত্র দেখায় জয় উরুগুয়ের।
বিশ্বকাপে এটি পর্তুগালের অষ্টম অংশগ্রহণ, আর উরুগুয়ে ১৪ বার অংশ নিয়েছে বিশ্বকাপে। পর্তুগাল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে। আর উরুগুয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।