ছন্দে থাকা উসমান দেম্বেলেকে দলের বাইরে রেখে খানিকটা নাক উঁচিয়ে ইংল্যান্ডে খেলতে এসেছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে, কিন্তু ম্যাচে সেই দেম্বেলের অনুপস্থিতি ভালোভাবে ভুগিয়েছে তাকে। সেইসঙ্গে গোলরক্ষকের ভুলে ম্যাচ হেরে সব পরিকল্পনা বালির বাঁধের মতো ধসে গেছে দলটির।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
ম্যাচের ২০তম মিনিটে জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন কাই হাভার্টস। এর ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লন্ডনের ক্লাবটির ‘স্টার বয়’ বুকায়ো সাকা।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এরপর দ্বিতীয়ার্ধে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েও পিএসজির খেলোয়াড়রা কাজের কাজ করতে ব্যর্থ হয়েছেন বারবার।
এদিকে দেম্বেলের পরিবর্তে মাঠে নেমে উইঙ্গার দিজাইরে দুয়েও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। ম্যাচর ৬৪তম মিনিটে তাকে উঠিয়ে রাদাঁল কোলো মুয়ানিকে মাঠে নামিয়েও ফল তুলতে ব্যর্থ হয়েছেন এনরিকে। ফলে স্কোরলাইন অপরিবর্তিত রেখে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্যারিসের ক্লাবটির।
প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে ড্র করতে করতে শেষ সময়ের গোলে জিতে তিন পয়েন্ট আদায় করলেও দ্বিতীয় ম্যাচ হেরে সেই তিন পয়েন্টই সংগ্রহে থাকল পিএসজির। অন্যদিকে, আতালান্তার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে আর্সেনাল।
আরও পড়ুন: বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’
দিনের অপর খেলায় সেল্টিকের বিপক্ষে ৭-১ ব্যবধানে জয় পেয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া নিজ নিজ ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, রেডবুল জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আরেক ফরাসি ক্লাব ব্রেস্ত।