পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে এর প্রাইজমানি বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া নিজের পুরস্কারের অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন লিটন দাসও।
১৩ ম্যাচ পর অবশেষে টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ১৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন মুশফিক। ফলে ম্যাচসেরা হন বাংলাদেশের লিটল মাস্টার।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে সুদৃশ্য একটি ট্রফির পাশাপাশি ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন মুশফিক। পরে সেই অর্থ মানুষের সহায়তায় দান করার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
আরও পড়ুন: আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ করলেন শান্ত
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচে তার অবদানের পেছনে থাকা মানুষগুলো ও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মুশফিক। এরপর সঞ্চালক বাজিদ খানকে তিনি বলেন, ‘বাজিদ ভাই, আমার দলের পক্ষ থেকে আমি একটি অনুরোধ করতে চাই; কিছু বলতে চাই। আপনি জানেন, আমাদের দেশে অনেক মানুষ এখন বন্যাক্রান্ত। আমি এই প্রাইজমানি তাদের জন্য দিতে চাই। পাশাপাশি দেশে ও বাইরের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে সবাই যাতে এগিয়ে আসে।’
অন্যদিকে, প্রথম ইনিংসে আগ্রাসী ফিফটি করে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার পান উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। পুরস্কারস্বরূপ ১ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন তিনি।
পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ওই অর্থ বন্যার্তদের সহায়তায় দান করার ঘোষণা দেন।
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
লিটন লিখেছেন, ‘পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি।’
‘যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।’