শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৭০ রান এবং শহিদুল ইসলামের ডেথ ওভারের দুর্দান্ত বোলিংয়ে জেমকন খুলনা এ টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন:বঙ্গবন্ধু টি২০ কাপের শিরোপা খুলনার ঘরে
শহিদুল ছাড়াও অনেক তরুণ ক্রিকেটার এ টুর্নামেন্টে ভালো করেছেন। যে কারণে নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাচ্ছেন।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ উপভোগের ফাঁকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘টুর্নামেন্টে বেশ কিছু খেলোয়াড় খুব ভালো পারফর্ম করেছে। নতুনদের মধ্যে শরিফুল (ইসলাম), ইমন (পারভেজ), ইয়াসির রাব্বি তাদের প্রতিভার প্রমাণ দেখিয়েছে।’
আরও পড়ুন:ভারতের লজ্জার রেকর্ড: মাত্র ৩৬ রানে অলআউট
তিনি বলেন, ‘একই সাথে জাতীয় দলের কিছু খেলোয়াড়ও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন যেমনটি ফাইনালে মাহমুদউল্লাহ করেছে। মুস্তাফিজুর (রহমান), রুবেল (হোসেন) দুর্দান্ত বল করেছে এবং লিটন (দাশ) ও সৌম্য (সরকার) ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়েই ফর্মে ছিল। এর সাথে তাসকিন (আহমেদ) আবার ফেরত এসেছে। কিছু ম্যাচে শান্ত (নাজমুল হোসেন) এবং আফিফ (হোসেন) দুর্দান্ত ছিল। শান্তকে এখন আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। আমি মনে করি তারা আমাদের ভবিষ্যতের জাতীয় দল গঠন করবে। আমি বলছি যে বেশ কিছু প্লেয়ার পেয়েছি যারা আমাদের পাইপলাইন শক্তিশালী করেছে।’
আরও পড়ুন: সেই মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ সফল বলে দাবি নাজমুল হাসানের।
কোভিড-১৯-এ দীর্ঘ বিরতির পর বিসিবি তিন দলের ৫০ ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল। যা করোনা পরিস্থিতির পর ক্রিকেটে ফিরে আসার প্রথম পদক্ষেপ ছিল।
আরও পড়ুন: আচরণবিধি ভঙ্গের দায়ে মুশফিককে জরিমানা করল বিসিবি
নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা যদি কোভিড-১৯ পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব এ টুর্নামেন্টটি আয়োজন করা অকল্পনীয় ছিল। তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন একটি পরীক্ষা ছিল। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের জন্য অবশ্যই আমাদের এমন কিছু করা দরকার ছিল।’
আরও পড়ুন: মুহূর্তগুলো হয়ত ভুলেই যেতে চাইবেন মুশফিক
‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো বিপিএলের থেকেও এ টুর্নামেন্টটা আমার কাছে বেশি মনমুগ্ধকর মনে হয়েছে। এটার সবচেয়ে বড় কারণ হলো এতগুলো দেশি খেলোয়াড় সুযোগ পাওয়া এবং এতগুলো খেলোয়াড়কে দেখতে পারা- এটা কিন্তু আমাদের অন্য বছরগুলোতে সচরাচর হয় না। এ সুযোগটা আমরা এ বছর পেয়েছি,’ বলেন তিনি।